|
ফলো করুন |
|
|---|---|
একজন সুযোগসন্ধানী ফিনিশারের অভাব মেটাতে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দৃষ্টি ব্রিটিশ জায়ান হাকিমের ওপর।
এই সেন্ট্রাল ফরোয়ার্ড খেলেন অ্যানস্টে নোমাডস এফসির হয়ে। অ্যান্টিগা ও বারমুডা জাতীয় দলেরও খেলোয়াড় তিনি। এখন তাকে বাংলাদেশ জাতীয় দলে আনতে চায় বাফুফে।
বিষয়টি নিশ্চিত করেছেন কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক তারকা ফুটবলার গোলাম গাউস। তিনি বলেন, ‘বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। জায়ান হাকিমকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর চেষ্টা করছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।’
জাতীয় ফুটবল দলে এখন একাধিক প্রবাসী ফুটবলার। তাদের মধ্যে সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। ডেনমার্কের জামাল ভূঁইয়া, কানাডার কাজিম শাহ ও ফিনল্যান্ডের তারিক কাজীর পর খেলছেন কানাডার শমিত সোম ও ইতালির ফাহামিদুল ইসলাম। এরপরও ফিনিশিংয়ে দুর্বলতা কাটছে না। গত ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ।
জায়ানের নানা বাংলাদেশি, বাড়ি নোয়াখালী। বিয়ে করেছেন এক স্প্যানিশ নারীকে। জায়ানের মা বারমুডায় বিয়ে করেন। বাবার সূত্রে বারমুডার হয়ে দুটি ম্যাচ খেলেছেন জায়ান। ফিফার নিয়মে বাংলাদেশি নানার সূত্র ধরে জায়ান লাল-সবুজ জার্সিতে খেলতে রাজি হয়েছেন। প্রথমে তার জন্মনিবন্ধন হবে। এরপর জায়ানের ইংল্যান্ড ও বারমুডার দ্বৈত নাগরিকের সনদ পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্ট তৈরির কাজ শুরু হবে।
এই প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহসভাপতি ও জাতীয় টিম কমিটির কো-চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘জায়ান হাকিমের পাসপোর্ট করার জন্য সব কাগজ আমরা হাতে পেয়েছি। সে বাংলাদেশের হয়ে খেলতে রাজি।’
২০১৭-১৮ মৌসুমে অ্যান্টিগা ও বারমুডা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সাত ম্যাচ খেলে চার গোল করেছেন ১৯৯৯ সালে জন্ম নেওয়া এই ফরোয়ার্ড। ২০২৩ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই খুদে দেশের সিনিয়র দলের হয়ে দুই ম্যাচে কোনো গোল পাননি তিনি। ২০১৬ থেকে গত বছর পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে ৫৪টি গোল রয়েছে তার।
