হাসান-লিটনের জাদুতে আরও এক উইকেট, লিডের আশা দেখছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:৫৬ এএম
আরও এক উইকেটের পর হাসান মাহমুদ আর লিটনের উদযাপন/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দিনের তৃতীয় ওভারে নাঈম হাসান এনে দিয়েছিলেন প্রথম উইকেটটা। সে ভালো শুরুটা ধরে রাখার দায় ছিল দলের। সেটা করলেন হাসান মাহমুদ। ফেরালেন কুশল মেন্ডিসকে। তাতে লিডের আশা ক্রমেই বাড়ছে বাংলাদেশের।
তবে এ উইকেটে হাসান মাহমুদের চেয়ে বেশি কৃতিত্ব লিটন দাসেরই। হাসান বলটা করেছিলেন লেগ স্টাম্পে। কুশল তা ফ্লিক করে রান বের করতে চেয়েছিলেন। তবে ব্যাটে বলে হয়নি ঠিকঠাক।
ডেলিভারিটা তার ব্যাট আলতো ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বলের মুভমেন্ট বুঝতে পেরে লিটন বাম পাশে ঝাঁপিয়ে পড়ে নিয়েছেন দারুণ এক ক্যাচ। আর তাতেই শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন হলো। চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশ পেয়ে গেল তাদের দ্বিতীয় উইকেটের দেখা।
শ্রীলঙ্কা দিনটা শুরু করেছিল ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে। এরপর দিনের শুরুর ৮ ওভারে বাংলাদেশ পেয়ে গেছে দুই উইকেটের দেখা।
আর তাতে লিডের আশা ভালোভাবেই বেড়ে গেছে দলের। দুই দলের রানের পার্থক্য এখনও ১০৯, শ্রীলঙ্কার হাতে আছে আর ৪ উইকেট।
