Logo
Logo
×

খেলা

শুরুতে জোড়া সাফল্য, তবু বাংলাদেশের সেশন শেষ হতাশায়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৪৩ পিএম

শুরুতে জোড়া সাফল্য, তবু বাংলাদেশের সেশন শেষ হতাশায়

বাংলাদেশের গলার কাঁটা হয়ে এখনও দাঁড়িয়ে আছেন কামিন্দু মেন্ডিস/ক্রিকইনফো

দিনের শুরুর ৮ ওভারেই দুই উইকেট তুলে নেওয়া গিয়েছিল শ্রীলংকার। বাংলাদেশ তখন লিডের স্বপ্ন ভালোভাবেই দেখছে। তবে সেটা স্বপ্নটা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে এখন। পুরো সেশনে আর উইকেট মেলেনি। শ্রীলংকাও চলে এসেছে বাংলাদেশের খুব কাছে। ৪ উইকেট হাতে রেখে ৩০ রান পিছিয়ে থেকে চতুর্থ দিনের প্রথম সেশনটা শেষ করেছে স্বাগতিকরা। তাতে আরও একটা সেশন বাংলাদেশ শেষ করল হতাশা নিয়েই।

চতুর্থ দিন সকালে বাংলাদেশ যে দুটো সাফল্য পেয়েছে, তাতে বোলারদের চেয়ে বেশি কৃতিত্ব পাবেন লিটন দাস। দিনের তৃতীয় ওভারে নাঈম হাসানের বলে লংকান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা আউট হন। ৯৬তম ওভারের শেষ বলটা লেগ স্টাম্পে পরে বেরিয়ে যাচ্ছিল। তবে সে বলটাই তাড়া করতে গেলেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ডেলিভারিটা খেলার চেষ্টা করেও ঠিকমতো ব্যাটে-বলে করতে পারেননি। বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে।

লিটন তখনই দেখালেন নিজের মুনশিয়ানা। জায়গা থেকে খানিকটা বামে সরে গিয়ে দারুণ একটা ক্যাচ নেন তিনি। এর ফলে শ্রীলংকার ৪৬ রানের জুটি ভেঙে যায়। ৩৬ বলে ১৯ রান করা ধনাঞ্জয়া ফিরে যান সাজঘরে।   

লিটন তার বড় জাদুটা দেখিয়েছেন এর একটু পরে। দিনের অষ্টম আর ইনিংসের ১০১তম ওভারে হাসান বলটা করেছিলেন লেগ স্টাম্পে। কুশল তা ফ্লিক করে রান বের করতে চেয়েছিলেন। তবে ব্যাটে বলে হয়নি ঠিকঠাক।

ডেলিভারিটা তার ব্যাট আলতো ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বলের মুভমেন্ট বুঝতে পেরে লিটন বাম পাশে ঝাঁপিয়ে পড়ে নিয়েছেন দারুণ এক ক্যাচ। আর তাতেই শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন হয়। চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশ পেয়ে যায় তাদের দ্বিতীয় উইকেটের দেখা। তখনও শ্রীলংকার প্রয়োজন ছিল ১০৯ রান। তাই বাংলাদেশের লিডের আশাটা বেশ ভালোভাবেই ছিল।

তবে সেটা এখন কমে এসেছে অনেকটাই। সপ্তম উইকেট জুটিতে মিলান রত্নায়েকেকে সঙ্গে নিয়ে কামিন্দু মেন্ডিস গড়ে ফেলেছেন অপরাজিত ৭৯ রানের জুটি। 

এই জুটি ভাঙার সুযোগ যে আসেনি, এমন নয় বিষয়টা। তাইজুল ইসলামকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন মিলান। তবে তাইজুল সে ক্যাচটা লুফে নিতে পারেননি। মরিয়া হয়ে বাংলাদেশ দুটো রিভিউও খুইয়ে বসেছে এই সেশনে। ফলে সেশনটা বাংলাদেশ শেষ করেছে বেশ ব্যাকফুটে থেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম