Logo
Logo
×

খেলা

লিডসে টস হেরে ব্যাটিংয়ে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৪:২৯ পিএম

লিডসে টস হেরে ব্যাটিংয়ে ভারত

ইংল্যান্ডের হ্যাডিংলি লিডসে টস জিতে সফরকারী ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। অধিনায়ক হিসেবে তা অভিষেক হলো। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৩ রান। ওপেনিংয়ে ব্যাট করছেন লোকেশ রাহুল ও জয়োসওয়াল।

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের ছাড়া ভারতীয় ক্রিকেট দলের নতুন যুগের সূচনা হলো।

সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের কারণে তিন তারকাকেই এক প্রকার অবসর নিতে বাধ্য করেছে।

এবার ইংল্যান্ড সিরিজে ভালো কিছু করতে না পারলে আর কোনও ক্রিকেটারের ওপর কোপ এসে পড়ে কিনা, সেদিকেও নজর থাকবে।

ভারত: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম