Logo
Logo
×

খেলা

গল টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৮৭

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৬:৩১ পিএম

গল টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৮৭

সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটির সুবাদে গল টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৮৭ রান।

৫৬ ও ২২ রানে অরাজিত আছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৭৬ রান করে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। 

গল টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের ২৬৪ রানের জুটি এবং জোড়া সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৪৯৫ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। 

প্রথম ইনিংসে ১৪৮ রান করেন শান্ত। আর মুশফি করেন ১৬৩ রান। দ্বিতীয় ইনিংসেও তাদের ব্যাটে ভরসা রাখছে বাংলাদেশ। এই দুই তারকা দ্বিতীয় ইনিংসেও দলকে এগিয়ে নেবেন অনন্য উচ্চতায়, এটাই দলের প্রত্যাশা। 

গল টেস্টের চতুর্থ দিনে শেষে খেলার যা অবস্থা, তাতে মনে হচ্ছে ড্রয়ের দিকেই এগোচ্ছে। গলে যেহেতু রেজাল্ট হওয়ার সম্ভাবনা নেই, কাজেই ব্যক্তিগত পারফরম্যান্স সমৃদ্ধ করাই টাইগার ব্যাটসম্যানদের মূল লক্ষ্য।

গল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে পাথুম নিশাঙ্কার ১৮৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে ৪৮৫ রান করে স্বাগতিক শ্রীলংকা। 

১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুক্রবার চতুর্থ  দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে বাংলাদেশ। শনিবার পঞ্চম ও শেষ দিনের মতো ব্যাট করতে নেমে দলকে এগিয়ে নেবেন ৫৬ ও ২২ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম