|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
১৬টি চার আর এক ছক্কার সাহায্যে ক্যারিয়ারের ২০তম টেস্টে পঞ্চম সেঞ্চুরি হাঁকান জয়সওয়াল। ইংল্যান্ডের মাঠে এটা তার প্রথম সেঞ্চুরি।
তবে ইংল্যান্ডের বিপক্ষে এটা তার তৃতীয় সেঞ্চুরি। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের মাঠে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকান জয়সওয়াল। রাজকোটে ২১৪* আর বিশখাপত্তনমেতে খেলেন ২০৯ রানের ঝলমলে ইনিংস।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান লিডস টেস্টে জয়সওয়ালের সেঞ্চুরির আগেই ফিফটি পূর্ণ করেন অধিনায়ক শুভমান গিল।
রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম টেস্ট ম্যাচ খেলছে ভারত। দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে দারুণ ব্যাটিং করছেন তিনি।
এরিপোর্ট লেখা পর্যন্ত প্রথম দিনের চা পান বিরতির আগে ২ উইকেট হারিয়ে ২১২ রান করেছে ভারত।
