Logo
Logo
×

খেলা

রাজশাহীর ক্রিকেটপ্রেমীদের বড় সুখবর বিসিবির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৪:০৯ পিএম

রাজশাহীর ক্রিকেটপ্রেমীদের বড় সুখবর বিসিবির

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিসিবি কর্তারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন। যার মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মাহবুব আনামকে মনোনীত করার বিষয়টিও রয়েছে।

একইসঙ্গে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজনেও অংশ নিচ্ছেন বুলবুল। রোববার (২২ জুন) রাজশাহী স্টেডিয়ামে হাজির হন বিসিবি সভাপতি। সঙ্গী হিসেবে ছিলেন বিসিবি পরিচালক মাহবুবুল আনামও।

সেখানে রাজশাহীর মাঠে কবে ক্রিকেট ম্যাচ গড়াবে তা জানতে চাইলে মাহবুব আনাম বলেন, ‘রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ করেছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছে, তারপর তেমন বড় খেলা এখানে হয়নি। এ বছর ইমার্জিং দলের খেলা আয়োজন করেছি। আমরা খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই।'

আগামী বছরেই আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএলের ম্যাচ রাজশাহীতে আয়োজনের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি, ‘আন্তর্জাতিক পর্যায়ে খেলা আয়োজনের জন্য আরও কিছু উন্নতির দরকার, এজন্য আমরা এনএসসিকে কিছু প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করছি এনএসসি এগুলো হাতে নেবে। এবং আগামী বছরের কোনো সময় থেকে এর চেয়েও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএলের খেলা আমরা দেখতে পারব।‘

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম