|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের মাঠে আরও একবার পাঁচ উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরাহ। দেশের বাইরে এনিয়ে ১২বার এমন কীর্তি গড়লেন ভারতীয় এই তারকা পেসার।
লিডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পরপর দুই ওভারে দুর্দান্ত দুটি ডেলিভারিতে ইংরেজ শেষ দুই ব্যাটসম্যানকে বোল্ড করেন বুমরাহ। লিডসে পাঁচ উইকেট শিকারের মধ্য দিয়ে দুটি কীর্তি গড়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে জাদুকরি বোলিংয়ে ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। প্রথম ইনিংসে ৬ রানের লিড পেয়েছে ভারত।
৪৬ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে ১৪ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন বুমরাহ। এর মধ্যে ১২ বারই দেশের বাইরে।
ভারতের হয়ে দেশের বাইরে টেস্টে সর্বোচ্চ ১২ বার পাঁচ উইকেট ছিল এতদিন কপিল দেবের। সাবেক অলরাউন্ডারের পাশে বসলেন ৩১ বছর বয়সী বুমরাহ।
দেশের বাইরে কপিলের ১২ বার পাঁচ উইকেট ৬৬ টেস্টে। এজন্য বুমরাহর লাগল কেবল ৩৪ টেস্ট।
অস্ট্রেলিয়ায় চারবার, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে তিনবার করে, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতে দুইবার করে এই স্বাদ পেয়েছেন তিনি।
উপমহাদেশের প্রথম বোলার হিসেবে এসইএনএ দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া) টেস্টে ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করলেন তিনি (৬০ ইনিংসে ১৫০ উইকেট)। এই তালিকায় আগে চূড়ায় থাকা পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে (৫৫ ইনিংসে ১৪৬ উইকেট) ছাড়িয়ে যান তিনি আগের দিন।
ভারতের ৪৭১ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।
