Logo
Logo
×

খেলা

ভিসা জটিলতায় পাকিস্তানি ব্যাটারের কাউন্টিতে খেলা নিয়ে ধোঁয়াশা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৬:৫২ পিএম

ভিসা জটিলতায় পাকিস্তানি ব্যাটারের কাউন্টিতে খেলা নিয়ে ধোঁয়াশা

আব্দুল্লাহ শফিক। ফাইল ছবি

কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা পাকিস্তানের ব্যাটার আবদুল্লাহ শফিকের। তবে শনিবার (২২ জুন) এক বিবৃতিতে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব, ভিসা জটিলতায় তার এখনই দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ক্লাবটির হয়ে দুটি লাল বলের ম্যাচ এবং চারটি ভিটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল শফিকের। তবে ভিসা প্রক্রিয়ায় বিলম্বের কারণে পূর্বনির্ধারিত সময়ে তার ইংল্যান্ডে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এর ফলে নটিংহ্যামশায়ারের বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়নশিপ ম্যাচটি মিস করবেন এই টপ অর্ডার ব্যাটার।

ইয়র্কশায়ার ক্লাব এক্স (পূর্বে টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তানের বিদেশি ব্যাটার আবদুল্লাহ শফিকের ভিসা বিলম্বিত হয়েছে এবং তিনি এই সপ্তাহান্তে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিতব্য নটিংহ্যামশায়ারের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ ম্যাচে অংশ নিতে পারবেন না।’

তবে পাকিস্তানি এই ব্যাটার কবে নাগাদ দলের সঙ্গে যোগ দিতে পারবেন, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানাতে পারেনি ইয়র্কশায়ার।

এর আগে ইয়র্কশায়ার ক্লাব চলতি মৌসুমে বিদেশি খেলোয়াড় হিসেবে পাকিস্তানের আন্তর্জাতিক ব্যাটার আবদুল্লাহ শফিককে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছিল।

তিনি ক্লাবটির হয়ে নটিংহ্যামশায়ার ও সারে-র বিপক্ষে দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ এবং ভিটালিটি ব্লাস্টের শেষ চারটি গ্রুপ পর্বের ম্যাচে অংশ নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম