ব্রাজিলের দলকে হারাতে না পেরে পিএসজির সামনে মেসির মিয়ামি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৯:৫৭ এএম
পালমেইরাসের বিপক্ষে গোল পাননি মেসি/সংগৃহিত
|
ফলো করুন |
|
|---|---|
একটা সময় মনে হচ্ছিল ইন্টার মিয়ামি বুঝি ম্যাচটা জিততেই চলেছে। দশ মিনিট বাকি ছিল নির্ধারিত সময়ের, তখন দলটা এগিয়ে ছিল ২-০ গোলে। তবে এরপরই ৭ মিনিটের একটা ঝড় এল। ইন্টার মিয়ামি দুটো গোল হজম করে বসল। ব্রাজিলের দল পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হলো লিওনেল মেসির দলকে।
ম্যাচের আগে হিসেবটাও ঠিক এমনই ছিল। পালমেইরাসকে কোনোভাবে আটকে দিতে পারলেই শেষ ষোলো নিশ্চিত ছিল দলটার। ৮০ আর ৮৭ মিনিটে দুই গোল হজম করে বসায় তাই খুব একটা সমস্যা হয়নি তাদের। শেষ ষোলোর পথে কাঁটা পড়েনি। তবে গতিপথটা বদলে গেছে।
মিয়ামি ম্যাচটা জিতে গেলে আরেক ব্রাজিলীয় দল বোতাফোগোর বিপক্ষে খেলতে পারত, শেষ আটে যাওয়ার তুলনামূলক সহজ পথ হতে পারত তা। তবে ম্যাচটা ড্র করে বসায় দলটা এ গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে চলে গেছে শেষ ষোলোয়। তাতে বি গ্রুপের সেরা দল ও মেসির সাবেক দল ইউরোপসেরা পিএসজির সামনে পড়তে হচ্ছে তাদের।
নিজেদের মাঠ হার্ডরক স্টেডিয়ামে আজ শুরুটা বেশ ভালো হয়েছিল মিয়ামির। লুইস সুয়ারেজ শুরু থেকেই আলো কেড়েছেন এদিন। শুরুতে তার পাস থেকে তাদেও আলেন্দের গোল মিয়ামিকে এগিয়ে দেয়। সেই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটা।
বিরতি থেকে ফিরে দলটা পেয়ে যায় আরেক গোল। এবার সুয়ারেজ পালমেইরাসের ৩ ডিফেন্ডারকে কাটিয়ে করেন দৃষ্টিনন্দন এক গোল। তাতে মনে হচ্ছিল জয়টা বুঝি নিশ্চিতই হয়ে গেছে তাদের।
তবে ৮০ মিনিটে জবাবটা দেন বদলি খেলোয়াড় পাওলিনিও। তার গোলে পালমেইরাস ম্যাচে ফেরার রাস্তা খুঁজে পায়। ৮৭ মিনিটে আরেক বদলি মরিসিওর জোরালো শটে বল আছড়ে পড়ে মিয়ামির জালে, তাতেই ড্র নিশ্চিত হয়ে যায় ম্যাচের।
ম্যাচের বাকি সময় হারের শঙ্কায় আক্রমণের চেয়ে বেশি রক্ষণে বেশি মনোযোগী ছিল মিয়ামি। শেষমেশ সে শঙ্কা সত্যি হয়নি তাদের। ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটা। শেষ ষোলোয় পায় পিএসজিকে। আগামী রোববার নকআউটের তৃতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।
