ম্যাচ চলাকালে পান্তকে সামারসল্ট উদযাপনের অনুরোধ করেছিলেন গাভাস্কার— সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হেডিংলি টেস্টে তখন রাজত্ব করছে ভারত। কেএল রাহুলের পর সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন ঋষভ পান্ত। বাকি দিনটা অবশ্য ইংল্যান্ড নিজেদের করেছে। তার আগে এক কাণ্ড নিয়েই চলছে আলোচনা। সেঞ্চুরির ঠিক আগ মুহূর্তে পান্তকে ‘সামারসল্ট’ উদযাপন করতে বলেন সুনীল গাভাস্কার। সাবেক তারকার সেই অনুরোধ মানেননি পান্ত।
ভারতের সহ-অধিনায়ক অবশ্য সেঞ্চুরি করেই থেমেছেন। গড়েছেন বিশ্ব রেকর্ড। উইকেটরক্ষক হিসেবে দুটি ইনিংসে সেঞ্চুরি করেছেন এমন আর একজন মাত্র আছেন। ৯৭ রানে যখন পান্ত ব্যাট করছিলেন তখন ধারাভাষ্য কক্ষ থেকে বেরিয়ে আসেন গাভাস্কারসহ আরও কয়েকজন। সেখানেই অনুরোধ করেন সাবেক তারকা। পান্ত জবাবও দিয়েছেন। সঙ্গে সঙ্গেই ইশারায় জানিয়েছেন, ‘এখন নয়, পরে করছি সেলিব্রেশন।’
আরও পড়ুন
- মার্তিনেজের দলবদলের গল্পে নতুন মোড়
- ক্লাব বিশ্বকাপে এ কোন ব্রাজিল!
- চোট পেলেন শান্ত, কলম্বো টেস্টে খেলা হবে তো?
ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে পান্ত করেছিলেন ১৩৪ রান। সেঞ্চুরি এসেছিল ছক্কা হাঁকিয়ে। তারপর মাঠেই ‘সামারসল্ট’ বা ডিগবাজি খেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তেমন কিছু করেনি। সেঞ্চুরি হাঁকাতে তাড়াহুড়োও করেননি। ৯৭ থেকে ১০০ রানে পৌঁছাতে সময় নেন ১০ বল। তবে সেঞ্চুরির পর উদযাপনটি করেননি। ফেরার আগে ১৪০ বলে ১৫ চার ও তিন ছক্কায় ১১৮ রান করেন পান্ত।
কমাস আগে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পান্তের উইকেট ছুঁড়ে আসা নিয়ে বিরক্ত হয়েছিলেন গাভাস্কার। ধারাভাষ্যে সরাসরি পান্তকে স্টুপিড বলেছিলেন। হেডিংলিতে সেঞ্চুরির পর সেই গাভাস্কারের মুখে ঝরেছিল প্রশংসা, ‘সুপার্ব পান্ত।’ এবার রাখলেন অনুরোধ। যদিও সেলিব্রেশন দেখতে চাওয়ার সেই অনুরোধ মানেননি পান্ত।
