Logo
Logo
×

খেলা

ফর্মে থেকেও দলে জায়গা নেই, আফসোস হচ্ছে সোহানের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০৯ পিএম

ফর্মে থেকেও দলে জায়গা নেই, আফসোস হচ্ছে সোহানের

ওয়ানডে ফরম্যাটে শেষ কিছু দিন ধরেই দারুণ ফর্মে ছিলেন নুরুল হাসান সোহান। ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়েই হোক কিংবা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে, যেখানেই মাঠে নেমেছেন, দারুণ পারফর্ম করেছেন তিনি। 

সে কারণেই আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দলে ডাক পাওয়ার ক্ষীণ একটা সম্ভাবনা ছিল তার। তবে সোমবার ঘোষিত দলে তার নামটা আসেনি শেষমেশ। তাকে কেন দলে টানা হয়নি, সে প্রশ্নের জবাবটা দল ঘোষণার পরপরই দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

উইকেটরক্ষক লিটন ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। সেই তিনি দলে ফিরে এসেছেন। দল থেকে বাদ পড়ার পর সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলেছিলেন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে। সেখানে তিনি ৬ ইনিংসে করেছেন ২৩৭ রান, ফিফটি আছে ২টি, সেঞ্চুরি একটিও নেই। ওয়ানডে দল থেকে বাদ পড়লেও তিনি টি-টোয়েন্টি আর টেস্ট দলে ছিলেন। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে একটি ৪৮ রানের ইনিংস আছে তার। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচেই একটা ৯০ রানের ইনিংস খেলেছেন। আর তাতেই নির্বাচক প্যানেলের মনে হয়েছে, লিটনের বাজে সময়টা কেটে গেছে। 

বিষয়টা পরিষ্কার লিপুর কথাতেই। তিনি বলেন, ‘শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন।’

এদিকে যদি শুধু ওয়ানডে ফরম্যাটকেই ধর্তব্যে আনতে হয়, সেক্ষেত্রে সাম্প্রতিক ফর্মের বিচারে সোহানই এগিয়ে থাকবেন লিটন থেকে। ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে ১১ ইনিংস খেলে ৫২২ রান করেছেন তিনি, গড় ৫৮, সেঞ্চুরি আর ফিফটি দুটো করে। নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজেও করেছেন একটা সেঞ্চুরি। গতকাল যখন দল ঘোষণা হচ্ছে মিরপুরে, ঠিক সে দিনই চট্টগ্রামের সাগরিকায় খেলেছেন ৯৭ রানের সেঞ্চুরি। এরপরও তা তার দলে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট হলো না। 

তার বিষয়ে লিপু বললেন, ‘সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না এই পজিশনে।’

এমন ফর্মে থেকেও দলে জায়গা না পেয়ে আক্ষেপই প্রকাশ করলেন সোহান। ম্যাচ অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘যদি নিয়মিত হতে পারতাম (জাতীয় দলে) তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্যই এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যেকোনো কারণে হয়তোবা (পারিনি)। অবশ্যই আক্ষেপটা থাকবে।’ 

তবে জাতীয় দলে ফেরার আশাটা ছাড়েননি তিনি। সোহানের কথা, ‘জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলব না।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম