Logo
Logo
×

খেলা

ব্যথায় কাতর রাহুল, দেখতে যাননি ইংল্যান্ড অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম

ব্যথায় কাতর রাহুল, দেখতে যাননি ইংল্যান্ড অধিনায়ক

লিডস টেস্টে ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুল দুর্দান্ত পারফরমেন্স করেন। প্রথম ইনিংসে ৪৮ রান করা এই তারকা দ্বিতীয় ইনিংসে হাঁকান ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। 

দ্বিতীয় ইনিংসের শুরুতে যশস্বী জসওয়াল আউট হওয়ার পর রাহুল একাই দলকে এগিয়ে নেন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে বড় স্কোরে পৌঁছায় ভারত। দ্বিতীয় ইনিংসে সহ অধিনায়ক ঋষভ পন্তও সেঞ্চুরি হাঁকান। তিনি পরপর দুই ইনিংসে শতরান করেন।

চতুর্থ দিনের লাঞ্চের ঠিক পরেই বেন স্টোকসের বোলিংয়ে চোট পান লোকেশ রাহুল। বল গিয়ে সরাসরি লাগে তার দুপায়ের মাঝখানে। ৪৭তম ওভারের পঞ্চম বলটি ব্যাক ফুটে এসে খেলতে গিয়েই রাহুল আহত হন এবং মাটিতে বসে পড়েন। বেশ ভালোই ব্যথা যে তিনি পেয়েছেন তা বোঝাই যাচ্ছিল। যদিও বোলার বেন স্টোকস তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করার ভদ্রতাও দেখাননি, যে রাহুল ঠিক আছেন কিনা। বেশ কিছুক্ষণ সময় নেওয়ার পর অবশেষে রাহুল উঠে দাঁড়ান।

পরের বলটিও বেশ সাবধানে রাহুল খেলে, ছেড়ে দেন উইকেটকিপারের জন্য। এরপর ওভার শেষ হতেই রাহুল আবারও হাঁটু গেড়ে বসে পড়েন মাটিতে এবং কিছু স্ট্রেচিং করেন। তখনই স্টোকস গিয়ে রাহুলকে কিছু একটা বলেন। 

রাহুলের পারফরমেন্স দেখে বেশি খুশি হন ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। ইংরেজ তারকা ধারাভাষ্য দিতে দিতে বলেন, ‘লোকেশ রাহুল বেশ ভালোই ড্রাইভ করছে, তবে কাল স্টোকস যেভাবে ফিল্ডিং সেট করেছিল, মিড অফ খোলা রেখে, সেটা আমার বেশ ভালো লেগেছে। ও একজন স্কোয়ার এক্সট্রা কভার রেখে রাহুলকে সামনের দিকে মারতে বাধ্য করছিল। ইংল্যান্ডও ওকে শর্ট বল করতে পারে, যেমন জেমি স্মিথকে ভারতীয়রা করেছিল ’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম