লিওনেল মেসি ও এস্তেভাও উইলিয়ান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাজিলের উঠতি ফুটবল তারকা এস্তেভাও উইলিয়ান। শৈশব থেকেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির পাঁড় ভক্ত এই তরুণ। খেলার ধরনে সাদৃশ্য থাকায় ‘মেসিনহো’ উপনামে পরিচিত হয়েছেন। সম্প্রতি ক্লাব বিশ্বকাপে মেসিকে চর্মচক্ষে দেখেছেন ১৮ বছরের এই ফুটবলার।
উইলিয়ান জানান, মেসির বিপক্ষে খেলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির বিপক্ষে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে মাঠে নামেন তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ম্যাচ শুরুর সময় আমার পা কাঁপছিল। মেসিকে সামনে দেখেই আমি আবেগে ভেসে যাই। তিনি আমার আদর্শ, আমার অনুপ্রেরণা। তার সঙ্গে একই মাঠে খেলতে পারা ছিল বিরাট সম্মান, একেবারেই ভুলতে না পারা অভিজ্ঞতা।’
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। যদিও উইলিয়ান এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি (পুরস্কারটি পেয়েছেন ইন্টার মায়ামির লুইস সুয়ারেস), আগের দুই ম্যাচে পোর্তো ও আল আহলির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সেই খেতাব জিতেছিলেন তিনি।
উইলিয়ান শিগগিরই চেলসিতে যোগ দেবেন। ক্লাব বিশ্বকাপ দিয়েই শেষ হবে তার পালমেইরাস অধ্যায়। ম্যাচের প্রথমার্ধে মেসি নিজেই তার সঙ্গে জার্সি বদল করে সম্মান জানান, আর ম্যাচ শেষে জার্সি বদল করেন লুইস সুয়ারেসের সঙ্গে।
