মেসির সামনে ‘সিউ’ করতে চেয়েছিলেন, অথচ মাঠে নেমেই পড়লেন চোটে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম
পালমেইরাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে পাঁড় লিওনেল মেসিভক্ত এস্তেভাও উইলিয়ান যেমন আছেন, তেমনি নিজেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুসারী হিসেবে জাহির করা মুরিলো-ও রয়েছেন। ক্লাব বিশ্বকাপে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে মেসির ইন্টার মিয়ামির মুখোমুখি হয় পালমেইরাস।
এই ম্যাচে মাঠে নামার আগে মুরিলো ঘোষণা করেছিলেন, তিনি টিম সিআর সেভেন। ইন্টার মিয়ামির বিপক্ষে ম্যাচে এই ডিফেন্ডারের একমাত্র লক্ষ্য ছিল, যেভাবেই হোক মেসিকে গোল করতে বাধা দেওয়া। তার স্বাভাবিক খেলা নষ্ট করে দেওয়া।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন, যদি কোনোমতে একটা গোল করে ফেলেন, তাহলে মেসির সামনে রোনালদোর ট্রেডমার্ক ‘সিউ’ উদযাপন করবেন।
কিন্তু বিধি বাম! ইন্টার মিয়ামির বিপক্ষে ১৮ মিনিটের বেশি খেলতে পারেননি মুরিলো। দৌড়াতে গিয়ে পেশীর চোটে মাঠ ছাড়তে হয় তাকে।
তবে দিনশেষে হয়ত মুরিলো হেসেছেন। কারণ তিনি মাঠে থাকতে না পারলেও নাটকীয় প্রত্যাবর্তনে মেসির মিয়ামিকে ঠেকিয়ে দিয়েছে তার পালমেইরাস। ম্যাচের ১৬ এবং ৬৫ মিনিটে যথাক্রমে তাদেও আলেন্দে এবং লুইস সুয়ারেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যান মেসিরা। কিন্তু ৮০ ও ৮৭ মিনিটে যথাক্রমে পাউলিনহো এবং মাউরিসিও লক্ষ্যভেদ করলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান ক্লাবটি।
