জো রুটের শট বেরিয়ে যাচ্ছে ভারতের ফিল্ডারদের ব্যূহ ভেদ করে, এ যেন ইংল্যান্ড-ভারতের প্রথম ম্যাচের প্রতীকী দৃশ্য/ক্রিকইনফো
|
ফলো করুন |
|
|---|---|
৩৫০ এর বেশি রানের পুঁজি নিয়ে ভারত ইতিহাসে একবারই হেরেছিল। সেটা এই ইংল্যান্ডের বিপক্ষেই। হেডিংলিতে সে ইতিহাসেরই আবার পুনর্মঞ্চায়ন হলো। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ৩৭১, সেটা ইংলিশরা টপকে গেছে ৫ উইকেট খুইয়েই।
হেডিংলিতে সবচেয়ে বেশি রান তাড়া করে টেস্ট জেতার নজির ৪০৪। অস্ট্রেলিয়া এই অসাধ্য সাধন করেছিল ১৯৪৮ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। ৩৭১ ঠিক রেকর্ড না হলেও পঞ্চম দিনের উইকেটে তা তাড়া করার কাজটা সহজ ছিল না আদৌ।
তবে সে কাজটাই সহজ হয়ে যায় জ্যাক ক্রলি আর বেন ডাকেটের ব্যাটে। বিনা উইকেটে ২১ রান নিয়ে মঙ্গলবার পঞ্চমদিন শুরু করা ইংল্যান্ড জ্যাক ক্রলি (৬৫) ও বেন ডাকেটের (১৪৯) ১৮৮ রানের উদ্বোধনী জুটিতে এগিয়ে যায় রোমাঞ্চের দিকে। ডাকেট ব্যক্তিগত ৯৭ রানে ‘জীবন’ পাওয়ার পর নিজের ষষ্ঠ টেস্ট শতক পেয়ে যান ১২১ বলে। ব্যক্তিগত ৪২ রানে রক্ষা পাওয়া ক্রলি ১১১ বলে ৫০ পূর্ণ করার পর ৬৫ রানে থামেন।
ভারত তাতে ম্যাচে ফেরার পথ খুঁজে পেয়েছিল। এক বলের ব্যবধানে ক্রলি ও অলি পোপ (৮) দুজনকে ফেরান প্রসিধ কৃষ্ণা। এরপর শার্দুল তুলে নেন ডাকেটকে। ডাকেটকে ফেরানোর পরের বলে শার্দুলের দ্বিতীয় শিকার হন হ্যারি ব্রুক। অধিনায়ক বোন স্টোকস জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে ৩৩ রান করে ফেরেন। ১৪ বল ও ১৮ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে ইংল্যান্ড কিছুটা থমকে দাঁড়ায়।
তখনই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জো রুট। তার ফিফটি স্বাগতিকদের নিয়ে যায় জয়ের আরও কাছে। ইংল্যান্ড তখন জয় থেকে ২০ রান দূরে। সেই রুটের অপরাজিত ৫৩ রানে ইংল্যান্ড পেল পাঁচ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। জেমি স্মিথের (৪৪*) সঙ্গে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে ৩৭৩/৫-এ ইংল্যান্ডকে পৌঁছে দেন রুট।
নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ইংল্যান্ড পেল ঐতিহাসিক জয়। অধিনায়ক হিসাবে শুবমান গিল শুরু করলেন হৃদয় ভাঙা হার দিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস ৪৭১। ইংল্যান্ড প্রথম ইনিংস ৪৬৫। ভারত দ্বিতীয় ইনিংস ৩৬৪।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ৩৭৩/৫ (জ্যাক ক্রলি ৬৫, বেন ডাকেট ১৪৯, জো রুট ৫৩*, বেন স্টোকস ৩৩, জেমি স্মিথ ৪৪*। প্রসিধ কৃষ্ণা ২/৯২, শার্দুল ঠাকুর ২/৫১)।
ফল : ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বেন ডাকেট।
