‘পার্টটাইমারের’ গোলে বোকা জুনিয়র্সকে রুখে দিল ‘আধা পেশাদার’ অকল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৯:৪০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ক্লাব বিশ্বকাপে এবার একমাত্র আধা পেশাদার দল ছিল অকল্যান্ড সিটি এফসি। সে দলটা প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হজম করেছিল ১০ গোল। সেই তারাই এবার অঘটনের জন্ম দিল। মঙ্গলবার ন্যাশভিলে তাদের শিকার হলো আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স।
না, অকল্যান্ড জিততে পারেনি শেষমেশ। তবে আধা পেশাদার দল হয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লিগের শীর্ষ দলগুলোর একটার বিপক্ষে ড্র তুলে নেওয়াও তো বড় অর্জন! শখের দল অকল্যান্ড সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে বোকা জুনিয়র্সও পড়েছে ক্ষতির মুখে। এই ড্রয়ের ফলে তাদের বাদ পড়তে হলো গ্রুপ পর্ব থেকেই।
গ্রুপ ‘সি’ থেকে শেষ ষোলোতে যেতে হলে বোকার দরকার ছিল বড় ব্যবধানে জয়। একইসঙ্গে প্রার্থনা ছিল, পর্তুগিজ ক্লাব বেনফিকা যেন হারে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে। কিন্তু শেষ পর্যন্ত বেনফিকা ১-০ গোলে জিতে গ্রুপ সেরা হয়ে বায়ার্নের সঙ্গে শেষ ষোলোতে উঠে যায়।
বোকা ম্যাচে এগিয়ে যায় ২৬তম মিনিটে। কর্নার থেকে লাউতারো দি লোলো হেড করেন, বল পোস্টে লেগে অকল্যান্ড গোলরক্ষক নাথান গ্যারোর হাতে লেগে নিজের জালেই জড়িয়ে যায়।
৫২তম মিনিটে অকল্যান্ড তাদের প্রথম গোল করে এই টুর্নামেন্টে। হেডে বল জালে পাঠান ক্রিশ্চিয়ান গ্রে। এই গোলের পরপরই বজ্রপাতের কারণে খেলা বন্ধ হয়ে যায়।
অকল্যান্ডের গোলদাতা গ্রে বলেন, ‘এই গোলটা করা স্বপ্নের মতো। এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। আমি মনে করি ক্লাবটার এই গোলটা প্রাপ্য ছিল। আমি ছেলেদের জন্য খুব খুশি।’ উল্লেখ্য, গ্রে পেশায় নিউজিল্যান্ডের একজন শারীরিক শিক্ষার শিক্ষক, খণ্ডকালীন ফুটবলার হিসেবে দলটাতে খেলেন তিনি, তার সতীর্থদের মতোই।
বোকা পরে আরও একবার জালে জড়িয়েছিল বল। তবে ভিএআরের সিদ্ধান্তে তা গোল হয়নি আর। কেভিন জেননের হ্যান্ডবলের কারণে মিগুয়েল মেরেনতিয়েলের গোল বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত বোকা ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছে। এক পয়েন্টে চতুর্থ হয়েছে অকল্যান্ড। দুটো দলই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
বোকার ফরোয়ার্ড এডিনসন কাভানি বলেন, ‘ওরা খুব ভালোভাবে রক্ষণ করেছিল। ওদের লক্ষ্যই ছিল আমাদের আটকানো। আমরা সুযোগ তৈরি করতে পারিনি। আবহাওয়াও ছিল খুব গরম। ওরা যখন গোল করল, তখন যেন নতুন প্রাণশক্তি পেয়ে গেল।’
ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুরুতে মাঠের তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গরম, ঝড় বা ড্র কিছুই বোকার উন্মাদ সমর্থকদের থামাতে পারেনি। ড্রামের তালে তালে তারা গাইতেই থেকেছে, এমনকি ঝড়ে খেলা বন্ধ থাকার সময়ও অনেকে স্টেডিয়ামের কনকোর্সে যেতে রাজি হননি।
বোকা কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুসো বলেন, ‘যেসব সমর্থক এখানে এসেছেন এবং আমাদের যেভাবে সমর্থন করেছেন, ঠিক যেভাবে আর্জেন্টিনায় করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’
