ভারতের বিপক্ষে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে আসতে পারেন রুট— সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আর মাত্র ৩৪৫ রান করলেই সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে উঠে আসবেন জো রুট। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের সামনে থাকবেন শুধু ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এই মুহূর্তে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার পঞ্চম স্থানে আছেন রুট।
এখন তার নামের পাশে রয়েছে ১৫৪ ম্যাচে ১৩ হাজার ৩৪ রান। গড় ৫০.৭১, সঙ্গে ৩৬টি শতক ও ৬৫টি অর্ধশতক। ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়ের ১৩,২৮৮ রান।
দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আছেন ১৩,২৮৯ রান নিয়ে এবং সাবেক অসি কাপ্তান রিকি পন্টিংয়ের সংগ্রহ ১৩,৩৭৮ রান। তাদের ছাড়িয়ে যেতে রুটের চাই আর ৩৪৫ রান। চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতেই এই তিনজনকে ছাড়িয়ে যেতে পারেন এই ব্যাটার।
এছাড়াও টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। হেডিংলি টেস্টে ২১০ ক্যাচ নিয়েছেন রুট। সব মিলিয়ে তার লেগেছে ২৯৩টি ইনিংস। এই তালিকায় অবশ্য যৌথভাবে শীর্ষে তিনি।
২১০ ক্যাচ নিয়ে আগেই শীর্ষে ছিলেন রাহুল দ্রাবিড়। তবে সেজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ৩০১ ইনিংস।

