|
ফলো করুন |
|
|---|---|
২০০০ সালের ১০ নভেম্বর ক্রিকেটের অভিজাত সংস্করণে গৃহপ্রবেশ হয় বাংলাদেশের। এর আগে সেই বছরের ২৬ জুন টেস্ট পরিবারের দশম সদস্য হওয়ার মর্যাদা লাভ করে বাংলাদেশ।
টেস্টের কুলীন পরিবারের গর্বিত সদস্য হওয়ার ২৫ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। রজতজয়ন্তী উপলক্ষ্যে বিসিবি আয়োজন করে এক বিশেষ অনুষ্ঠানের। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের অনার্স বোর্ড উদ্বোধন করেছে বিসিবি। যেখানে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেক টেস্ট ক্রিকেটাদের নাম রয়েছে।
আকরাম খান থেকে শুরু করে হাবিবুল বাশার, মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসানরা রয়েছেন অনার্স বোর্ডে। রয়েছেন বর্তমান সময়ের নাঈম হাসান, নাহিদ রানারাও। কোন মাঠে অভিষেক, সেটার পাশাপাশি রয়েছে টেস্ট ক্যাপের নম্বর ও বছর।
অনার্স বোর্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সাবেক খেলোয়াড় এবং বিসিবির অন্য পরিচালকরা।
