Logo
Logo
×

খেলা

সালজবুর্গকে উড়িয়ে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৯:২২ এএম

সালজবুর্গকে উড়িয়ে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

গোলের পর ভিনি জুনিয়রের উল্লাস/সংগৃহীত

শেষ দিনে রিয়ালের সামনে সব সম্ভাবনা আর শঙ্কার দুয়ার খোলা ছিল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত, এমনকি প্রথম রাউন্ড থেকে বাদও পড়তে পারত। তবে রিয়াল প্রথম দুয়ারেই পা রাখল শেষমেশ। রেডবুল সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে দলটা চলে গেছে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয়।

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যানসিয়াল ফিল্ডে রিয়াল শুরুতে একটু ধুঁকেছিল। শুরুর ৪০ মিনিট গোলের দেখা পায়নি। তবে ভিনিসিয়ুস জুনিয়রের কল্যাণে যেই না গোলের দেখা পেল, এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। 

৪০তম মিনিটে ভিনি গোলটা করেন জুড বেলিংহ্যামের বাড়ানো বল থেকে। সেই গোলই ডেডলক ভেঙে দেয়, রিয়ালকে দেখায় শেষ ষোলোর পথ। 

মিনিট পাঁচেক পর ভিনি আবারও দৃশ্যপটে আসেন। তবে এবার গোল করে নয়, করিয়ে। তার বাড়ানো বল থেকে গোল করেন ফেদেরিকো ভালভার্দে।

সেই গোলের পর ম্যাচের যা অনিশ্চয়তা ছিল, তা দূর হয়ে যায়। রিয়াল বিরতিতে যায় দুই গোলে এগিয়ে থেকে।

তবে রিয়াল সে ব্যবধান নিয়ে ম্যাচটা শেষ করেনি। শেষ মুহূর্তে তরুণ স্ট্রাইকার গনজালো গার্সিয়া গোলের খাতায় নাম লেখান। ৩-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

দিনের অন্য ম্যাচে আল হিলাল ২-০ গোলে হারিয়েছে পাচুকাকে। গোলদুটোর একটা করেছেন ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়সূচক গোলটা করা সালেম আল দাওসারি। যোগ করা সময়ে দলের শেষ গোলটা করেন মার্কোস লিওনার্দো। এই জয়ের ফলে গ্রুপ এইচের দ্বিতীয় সেরা দল হয়ে আল হিলাল চলে গেল প্রতিযোগিতার শেষ ষোলোয়। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে গ্রুপ জি’এর চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম