Logo
Logo
×

খেলা

ঝোড়ো শুরুর পরও রানে ফিরতে পারলেন না এনামুল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৩:২৬ পিএম

ঝোড়ো শুরুর পরও রানে ফিরতে পারলেন না এনামুল

এবারও রানে ফেরা হলো না এনামুলের/সংগৃহীত

আগের তিন ইনিংসে এনামুল হক বিজয় রান করেছিলেন মোটে ৪, দুই ইনিংসে রানের খাতাই খোলা হয়নি। কলম্বো টেস্টের শেষ ইনিংসে ইঙ্গিত দিচ্ছিলেন রানে ফেরার। ঝোড়ো শুরুতে জানান দিচ্ছিলেন, খারাপ সময়টা পেছনে ফেলতে প্রস্তুত তিনি। তখনই হলো অ্যান্টি ক্লাইম্যাক্স, দুর্ভাগ্যজনক এক ডিসমিসালে আউট হয়ে ফিরলেন সাজঘরে।

আগের তিন ইনিংসে এনামুল রীতিমতো খোলসেই ঢুকে ছিলেন। গল টেস্টের প্রথম ইনিংসে ১০ বলে করেছিলেন ০। দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলেছিলেন, ২০ বলে করেছিলেন ৪ রান। 

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে পরিস্থিতিটা আরও বাজেই হলো তার। একবার জীবন পেলেন, আরও একবার বল তার ব্যাটের কানায় লেগে ক্যারি করল না স্লিপ পর্যন্ত। শেষমেশ আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে তিনি আউট হলেন ১০ বলে ০ রান নিয়ে।

আজ তাই অ্যাপ্রোচটাই বদলে ফেলেছিলেন। শুরু থেকে এক পা এগিয়ে বলের লেন্থটা কমিয়ে ফুলার লেন্থের বল বানিয়ে দিচ্ছিলেন। তাতে সফলও হচ্ছিলেন। ডাউন দ্য উইকেটে এসে দুটো চার মেরেছিলেন বিশ্ব আর আসিথা ফার্নান্দোকে। বিশ্ব ফার্নান্দোকে একটা ছক্কাও হাঁকিয়েছিলেন স্কয়ার লেগের ওপর দিয়ে। তাতে মনে হচ্ছিল আক্রমণেই বুঝি দুঃসময়টাকে জয় করতে চললেন এনামুল।

ঠিক তখনই দুর্ভাগ্যটা ফিরে এল। আসিথা ফার্নান্দোর করা বাউন্সারটা পুল করতে চেয়েছিলেন তিনি। বলটা একটু থেমে গেল যেন তার ব্যাটে আসার আগে। আর সর্বনাশটা তাতেই হলো। ব্যাটের একেবারে আগায় লেগে বলটা উঠে গেল ওপরে। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো বদলি ফিল্ডার পবন রত্নায়েকে সহজ এক ক্যাচ নিলেন বলটা। 

বিজয়ের ইনিংসের ইতি ঘটল সঙ্গে সঙ্গে। ১৮ বলে ১৯ রানে শেষ হলো তার ইনিংস। তবে এনামুলের এই ঝোড়ো ইনিংস বাংলাদেশকে একটা মোটামুটি ভালো শুরু এনে দিয়েছে। ওপেনিং জুটি থেকে এল ৩১ রান। সামগ্রিক বিচারে এই রান হয়তো বড় কিছু নয়। তবে ওপেনিং জুটি থেকে যেখানে শেষ তিন ইনিংসে এসেছে যথাক্রমে ৫, ২৪, আর ৫ রান, তখন জুটি থেকে ৩১ তো ভালো কিছুই!

এনামুলের ঝোড়ো শুরুর ওপাশে সাদমান ইসলামকেও দেখা গেছে বেশ আত্মবিশ্বাসী মেজাজে। ২২ বলে ১২ রান করেছেন তিনি, হাঁকিয়েছেন একাধিক বাউন্ডারি। তবে এনামুলের বিদায়ের পরপরই ডাকা হলো তৃতীয় দিনের চা-বিরতি। বাংলাদেশ এই বিরতিতে গেল স্কোরবোর্ডে ১ উইকেটে ৩১ রান রেখে, দলটা এখন পিছিয়ে আছে ১৮০ রানে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম