Logo
Logo
×

খেলা

ব্র্যাডম্যান-লারাদের এলিট ক্লাবের সামনে পান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১০:০৪ পিএম

ব্র্যাডম্যান-লারাদের এলিট ক্লাবের সামনে পান্ত

সংগৃহীত ছবি

ভারত দলে নতুন দায়িত্ব পেয়েছেন, ব্যাট হাতেও আছেন দাপুটে ফর্মে। রেকর্ডের পর রেকর্ডও ঝুলিতে পুরছেন ঋষভ পান্ত। এবার বড় আরেক রেকর্ডের সামনে ভারতের তারকা ব্যাটার।  যে রেকর্ড আছে ডন ব্র্যাডম্যান, রাহুল দ্রাবিড় এবং ব্রায়ান লারাদের।

এলিট ক্লাবে ঢুকতে পান্তের প্রয়োজন আর একটি শতরান। লিডস টেস্টে ১৩৪ এবং ১১৮ রান করেন পান্ত। ভারত হারলেও তার ব্যাটিং সবার নজর কেড়েছে। ইংল্যান্ডের মাটিতে ১০ টেস্টে ৮০৮ রান করেছেন। রয়েছে চারটি সেঞ্চুরি।

এজবাস্টনে শতরান করলে সপ্তম সফরকারী ব্যাটার হিসেবে ইংল্যান্ডে পরপর তিনটা টেস্টে সেঞ্চুরি করবেন ঋষভ। এই তালিকায় রয়েছেন ডন ব্র্যাডম্যান, ওয়ারেন বার্ডস্লে, চার্লস ম্যাকার্টনি, ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড় এবং ড্যারেল মিচেল।

এই তালিকায় ভারতীয় হিসেবে আছেন রাহুল। এবার পান্তের সামনে রেকর্ডের হাতছানি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম