শান্তর নেতৃত্ব ছাড়ার প্রতিক্রিয়ায় যা বললেন বুলবুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৪:৫০ পিএম
নাজমুল হোসেন শান্ত ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারের পর আচমকা টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। যদিও তার লাল বলের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার গুঞ্জন আগেই চাউর হয়েছিল। অবশেষে তার সত্যতা মিলল। তবে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপুটে ক্রিকেট খেলে ড্র আদায় করে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যর্থতার বেদনাবিধুর কাব্য লিখে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
হারের ব্যাপারে জানতে চাইলে বুলবুল বলেন, ‘মাত্র খবর পেলাম আমরা হেরে গিয়েছি। যেহেতু আমি এই ম্যাচটা দেখিনি, তাই প্রতিক্রিয়া দিতে পারব না। আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই—আমি বোর্ডের সভাপতি, কিন্তু বাংলাদেশ দলের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করা আমার কাজ না।’
এদিকে বুলবুলের আশা ছিল টেস্ট দলের নেতৃত্ব এখনই ছাড়বেন না শান্ত। তবে সেই বিশ্বাস ভুল প্রমাণিত করে শনিবার (২৮ জুন) দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। এ ব্যাপারে বোর্ড সভাপতি সরাসরি কোনো মন্তব্য না করে বলেছেন, ‘এসবের জন্য ক্রিকেট পরিচালনা বিভাগ আছে, সেখানে সিলেক্টর আছে। তাদের কাজ এটা। তারা যদি কখনো মনে করে আমাকে কাজে লাগাতে চায় বা জানাতে চায়, সে ব্যাপারে আমি সাহায্য করব। এই ব্যাপারে আমি এখন মন্তব্য করতে পারব না।’
