এবার ভারতের হয়েও ১৪ বছরের বৈভবের ‘ঝড়’, তবু ভাঙা হলো না শান্তর রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আইপিএল দিয়ে পাদপ্রদীপের আলোয় আসা। সেই ১৪ বছর বয়সী ‘শিশু’ বৈভব সূর্যবংশী এবার আলো কেড়ে নিলেন জাতীয় দলের হয়েও। ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তৃতীয় ম্যাচে তাণ্ডব চালালেন তিনি, ৩১ বলে করেছেন ৮৬ রান। তাতে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন বাঁহাতি এই ব্যাটার।
বুধবার ইংলিশদের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ব্যাট চালাচ্ছিলেন বৈভব। পাওয়ার প্লে কাজে লাগাচ্ছিলেন তিনি। তার একের পর এক শট গিয়ে আছড়ে পড়ছিল বাউন্ডারিতে। মনে হচ্ছিল সেঞ্চুরি তো বটেই, আরও বড় ইনিংসই বুঝি খেলতে চলেছেন তিনি, ২৬৯ রান তাড়া করে ভারতও বুঝি জিততে চলল ২০ ওভারের ভেতরই!
তবে ৬টি চার আর ৯টি ছক্কার এই ইনিংস শেষমেশ শেষ হয় ৮৬ রানে। তিনি যখন ফিরছেন, ভারতের রান তখন মোটে ৮ ওভারে ১১১! তার বিদায়ের পর ভারত নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েছে বটে। তবে বৈভবের গড়ে দেওয়া ভিতটা এতটাই শক্ত ছিল যে, নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েও দলটা ইংলিশদের দেওয়া ২৬৯ রানের লক্ষ্য তাড়া করে ফেলে প্রায় ছয় ওভার হাতে রেখেই।
সেঞ্চুরিটা হয়ে গেলে বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একটা রেকর্ড ভেঙে ফেলতে পারতেন বৈভব। ২০১৩ সালে ১৪ বছর ২৪১ দিন বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুব দলের হয়ে সেঞ্চুরি করেছিলেন শান্ত। বয়সভিত্তিক ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে সেটি। ১২ বছর পেরিয়ে গেলেও সে কীর্তিটা এখনও অক্ষুণ্ণ আছে শান্তর। বুধবার রেকর্ডটাকে হুমকির মুখে ফেলেও শেষমেশ ভাঙা হয়নি বৈভবের।
তার এই ইনিংস বিশ্বরেকর্ড না গড়তে পারলেও আরেকটা বিশ্বরেকর্ড ঠিকই গড়ে ফেলেছে। যুব ক্রিকেটে ৮০ বা তার চেয়ে বেশি রানের ইনিংসগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের ইনিংসের রেকর্ডটা হয়ে গেছে বৈভবের। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার স্ট্রাইক রেট ছিল কপালে তোলার মতো, ২৭৭.৪১!
এর আগেও রেকর্ডটা ভারতেরই ছিল। ২০০৪ সালে তা গড়েছিলেন সুরেশ রায়না। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩৮ বলে ৯০ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ২৩৬.৮৪। সে রেকর্ডটাকেই এবার দুইয়ে ঠেলে দিলেন ১৪ বছর বয়সী বৈভব।
তার সামনে আরও একটা রেকর্ড ভাঙার সুযোগ অবশ্য ছিল। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ফিফটির কীর্তিটা ঋষভ পান্তের। ২০১৬-য় নেপালের বিরুদ্ধে ১৮ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি। বৈভব কাল ফিফটি করতে একটু বেশি সময় নিয়েছেন। দু’টি বল বেশি খেলেছেন তিনি। তবে নিজের রেকর্ডটা ভেঙে দিয়েচেন তিনি। এর আগে শ্রীলংকার বিরুদ্ধে ২৪ বলে ফিফটির নজির ছিল তার। অ-১৯ এশিয়া কাপে সেদিন তিনি করেছিলেন ৩৬ বলে ৬৭ রান।
ইংল্যান্ড সফরে এই ম্যাচের আগের দুটো ইনিংসেও দারুণ খেলেছেন বৈভব। প্রথম ম্যাচে মাত্র ১৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। মেরেছিলেন ৩টি চার আর ৫টি ছক্কা। ভারতও জয় পেয়েছিল সহজেই।
দ্বিতীয় ম্যাচে তিনি ৫ চার আর ৩ ছক্কায় ৩৪ বলে ৪৫ রান করেছিলেন তিনি। ২৯০ রান করার পরেও ১ উইকেটে হারতে হয় ভারতকে। তৃতীয় ম্যাচে আরও বড় ইনিংস এল বৈভবের ব্যাট থেকে।
১৪ বছর বয়সী এই ব্যাটার ভারতের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচে। এশিয়া কাপে তিনটি, যার একটা বাংলাদেশের বিপক্ষেও ছিল, সে ম্যাচে তিনি আউট হয়েছিলেন ৯ রানে।
চলমান ইংল্যান্ড সফরে তিনটি ম্যাচ খেললেন। এই ম্যাচগুলোতে তিনি সব মিলিয়ে রান করেছেন ২৫৬, এই রান তিনি করেছেন ১৩৬ বলে। ২টি ফিফটি করেছেন। ২২টি করে চার আর ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১৮৯ স্ট্রাইক রেটের পাশাপাশি যখন রাখা হবে ৪২ গড়কেও, তখন তাকে অতিমানবীয়ই লাগতে পারে। সে কারণে অভিষেকের আগেই ভারতীয় ক্রিকেটের পরবর্তী তারকা ধরা হচ্ছে তাকে।
