বাঁচামরার ম্যাচের আগে অনুশীলনে রিশাদ, নেই লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম

লিটন দাস ও রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত
ফলো করুন |
|
---|---|
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে গেছে বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পরও হঠাৎ ব্যাটিং ধসে স্বপ্নভঙ্গ হয় মেহেদী হাসান মিরাজের দলের। ২৫ রানের মধ্যে ৯ উইকেট খুইয়ে হাতের মুঠোয় থাকা ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা।
সেই হারের ফলে এখন সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’। এই ম্যাচের ফল পক্ষে না এলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারাতে হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আজ (শুক্রবার) কলম্বোতে অনুশীলন করেছে দল।
তবে অনুশীলনে দেখা যায়নি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে। প্রথম ওয়ানডেতে ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেছিলেন। লিটন কেন অনুশীলন করেননি, সে ব্যাপারে অবশ্য নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
এদিকে লিটন না থাকলেও এদিন অনুশীলন করেছেন রিশাদ হোসেন। অসুস্থ থাকার কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি এই লেগ স্পিনার। তবে দ্বিতীয় ওয়ানডের আগে তিনি সুস্থ হয়ে উঠেছেন। আগামী ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে।
আগামীকাল শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টায়।