
রবীন্দ্র জাদেজা/ফাইল ছবি
ফলো করুন |
|
---|---|
এজবাস্টন টেস্ট দিয়ে ফর্ম ফিরেছেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছেন ৮৯ রানের অনবদ্য এক ইনিংস। ষষ্ঠ উইকেট অধিনায়ক শুবমান গিলের সঙ্গে গড়েছিলেন ২০৩ রানের দুর্দান্ত এক জুটি। ভারত যে প্রথম ইনিংসে ৫৮৭ রানের পাহাড় গড়েছে, তাতে বড় অবদান ছিল এই অলরাউন্ডারের।
তবে এই টেস্ট চলাকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) গুরুত্বপূর্ণ একটি নিয়ম ভঙ্গ করেছেন জাদেজা। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের ভরাডুবির পর বিসিসিআই কঠোর নিয়ম চালু করে। যার মধ্যে একটি হলো ক্রিকেটারদের দলের সঙ্গেই ঘোরাঘুরি করতে হবে। একা কোথাও যেতে পারবেন না।
কিন্তু জাদেজা এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সতীর্থদের আগেই মাঠে পৌঁছে গিয়েছিলেন। দলের ভালোর জন্যই এমনটা করেছিলেন বলে দিনের খেলা শেষে জানিয়েছেন জতিনি। ভারতীয় বাঁহাতি ব্যাটারের মতে এই ঘটনায় তার কোনো শাস্তি হবে না।
সতীর্থদের আগে মাঠে পৌঁছানোর কারণ ব্যাখ্যা করে জাদেজা বলেন, ‘মাঝেমধ্যে আমার মনে হয় আমার (আগেভাগে মাঠে) যাওয়া উচিত ও নেটে অতিরিক্ত সময় দেওয়া উচিত। কারণ, বল তখনো নতুন ছিল। আমার মনে হয়েছিল, যদি নতুন বল ঠিকমতো দেখতে পারি, তাহলে ইনিংসের বাকি সময় ব্যাটিং করা সহজ হবে। সৌভাগ্যবশত আমি লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতে পেরেছিলাম।’
টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি জাদেজা মিস করেছেন ১১ রানের জন্য। তবু দলের প্রয়োজনে তিনি যে ইনিংসটা খেলেছেন, তাতে তিনি অনেক খুশি। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘দলের জন্য যখন অবদান রাখবেন, তখন ভালো লাগবে। ভারতের বাইরে যখন আপনাকে দলের বেশি প্রয়োজন, তখন অবদান রাখতে পারলে আরও ভালো লাগবে। ৫ উইকেটে ২১০-এর পরে (আসলে ৫ উইকেটে ২১১ রান) দলকে এগিয়ে নিতে বড় একটা জুটি দরকার। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’