
ফলো করুন |
|
---|---|
১০ রানে তানজিদ তামিমকে হারানোর ধাক্কাটা ভালোভাবেই সামাল দিচ্ছিল বাংলাদেশ। রান তুলছিল ওভারপ্রতি ছয়েরও বেশি করে। তবে যখনই দল ভালো অবস্থানের দিকে এগোচ্ছিল, তখনই উইকেটটা ছুঁড়ে দিয়ে ফিরলেন নাজমুল হোসেন শান্ত।
আগের ম্যাচে ফিফটি করা তানজিদ দিনের তৃতীয় ওভারেই ফিরে যান। এরপর দলের ইনিংসের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও শান্ত।
মূল ভূমিকাটা পালন করছিলেন পারভেজই। দুটো ছক্কা আর চারটি চারে ইনিংস সাজাচ্ছিলেন ভালোভাবেই। তখন শান্তর ভূমিকা হওয়া প্রয়োজন ছিল পারভেজকে সঙ্গ দেওয়ার।
তবে শান্ত তা করেননি। ইনিংসের ১২তম ওভারে চারিথ আসালঙ্কার লং হপ পেয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মিড উইকেট অঞ্চল দিয়ে।
তার চাওয়া পূরণ হয়নি। বলটা মিড উইকেটে না গিয়ে গেল ওয়াইড লং অন অঞ্চলে। সেখানে মহেশ থিকসানা সহজ ক্যাচ নেন। ফলে শান্তর ১৯ বলে ১৪ রানের ইনিংসের ইতি ঘটে সঙ্গে সঙ্গে। বাংলাদেশ ৭৩ রানে হারায় দ্বিতীয় উইকেট।