Logo
Logo
×

খেলা

ঝড়ের গতিতে অভিষেক ফিফটি ইমনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৪:১৬ পিএম

ঝড়ের গতিতে অভিষেক ফিফটি ইমনের

অভিষেকটা ভালো হয়নি ইমনের। আউট হয়েছিলেন দ্রুতই। তবে সেই পারভেজ হোসেন ইমন আক্ষেপটা মেটালেন দ্বিতীয় ম্যাচেই। ঝড়ের গতিতে পেয়ে গেলেন প্রথম ফিফটির দেখা।

দ্বিতীয় ওয়ানডের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। আগের ম্যাচে ফিফটি করা তানজিদ দিনের তৃতীয় ওভারেই ফিরে যান। এরপর দলের ইনিংসের হাল ধরেন পারভেজ হোসেন ইমন।

মূল ভূমিকাটা পালন করছিলেন তিনিই।  একের পর এক ছক্কা আর চারে ইনিংস সাজাচ্ছিলেন ভালোভাবে। 

এরপরই শান্ত বিদায় নেন। তবে সিনিয়র ব্যাটারের বিদায়ের পরও চাপটাকে জাঁকিয়ে বসতে দেননি ইমন। 

এক ওভার বিরতি দিয়ে ইনিংসের ১৫তম ওভারে হাঁকান একটি ছক্কা ও একটি চার। আর তাতেই ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়ে যান তিনি। এই ফিফটি পেতে তিনি বল খেলেছেন মোটে ৪৬টি। এই ইনিংসে ৩ ছক্কা আর ৫টি চার মেরেছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম