
পারভেজ ইমন। ছবি: সংগৃহীত
ওয়ানডেতে অভিষেক ফিফটি তুলে নেওয়ার দিনে ইনিংস খুব বেশি বড় করতে পারলেন না পারভেজ ইমন। লঙ্কান ঘূর্ণিবাজ ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে স্টাম্প বাঁচাতে পারেননি তিনি।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নামা বাংলাদেশ অল্পতেই হারায় তানজিদ তামিম (৭) এবং নাজমুল শান্তকে (১৪)। এরপর ইমনের ব্যাটেই এগিয়ে যাচ্ছিল দল। ঝড়ো ব্যাটিংয়ে ৪৬ বলে ফিফটি তুলে নিয়েছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত হাসারাঙ্গার গুগলিতে ধরা পড়েছেন তিনি। বলের লাইন বুঝতে না পেরে হয়েছেন বোল্ড। ফেরার আগে ৬ চার ও ৩ ছক্কায় খেলেছেন ৬৭ রানের ইনিংস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ১১০ রান তুলেছে বাংলাদেশ।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের কাছে ৭৭ রানে হেরে যায় মেহেদী মিরাজের দল। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে তাই জয়ে বিকল্প নেই সফরকারীদের সামনে।