Logo
Logo
×

খেলা

রোহিতকে নিয়ে করা গম্ভীরের সেই মন্তব্য ভাইরাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম

রোহিতকে নিয়ে করা গম্ভীরের সেই মন্তব্য ভাইরাল

'এবার তো অবসর নিয়ে ফেলেছে।' কপিল শর্মার শোয়ে রোহিত শর্মাকে নিয়ে করা গৌতম গম্ভীরের মন্তব্য হঠাৎ করেই সামাজিক যোগাযোগের মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঋষভ পন্থকে জিজ্ঞেস করা হয়, ভারতীয় ড্রেসিংরুমে কে বসের ভূমিকা পালন করে? মুহূর্তের মধ্যে রোহিতের নাম নেন উইকেটকিপার ব্যাটসম্যান। পন্থ বলেন, 'রোহিত ভাই এমনই।' 

তখন ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহাল এবং অভিষেক শর্মার পাশে বসে ছিলেন গৌতম গম্ভীর। পন্থের এমন মন্তব্য শুনে হাসেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। 

এরপর গম্ভীর বলেন, 'এখন তো অবসর নিয়ে নিয়েছে। এবার নাম নিতেই পারো।' এটা শুনে সবাই হাসিতে ফেটে পড়ে। পন্থও মুচকি হাসি হাসেন। 

দীর্ঘ জল্পনা কল্পনার পর ৭ মে টেস্ট থেকে অবসর নেন হিনম্যাট খ্যাত রোহিত শর্মা। কঠিন অস্ট্রেলিয়া সফরের পর লাল বলের ক্রিকেট থেকে তার অবসরে কেউ অবাক হয়নি। তবে রোহিতের অবসরে ভারতীয় ক্রিকেটের একটা বড় অধ্যায় শেষ হয়ে যায়।

শুভমন গিলের নেতৃত্বে এগিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট। কিন্তু রোহিতের মতো মজাদার লোকের প্রসঙ্গ ড্রেসিংরুমে প্রায়ই উঠে আসে। সাবেক অধিনায়ক প্রসঙ্গে গম্ভীরের মন্তব্য তারই প্রমাণ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম