
ফলো করুন |
|
---|---|
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একি সাথে বল করছেন, উইকেট শিকার করছেন, আবার ক্যাচও ধরলেন। সব মিলিয়েই কামিন্সের অসাধারণ পারফরম্যান্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে নিজের বলে যে ক্যাচটা কামিন্স ধরলেন, তা দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। কামিন্সের সেই ক্যাচ ধরার ভিডিও ভাইরাল।
ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের নবম ওভারে। প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া করে ২৮৬। বিউ ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারি হাফসেঞ্চুরি করেন। ৪ উইকেট শিকার করেন আলজারি জোসেফ।
জবাবে ক্যারিবিয়ানদের ধাক্কা দেন হ্যাজেলউড। নবম ওভারে ব্যাট করছিলেন কেসি কার্টি। কামিন্সের বল তার ব্যাটে ও প্যাডে লেগে আকাশে ওঠে। তবে সেই জায়গায় কোনও প্লেয়ার ছিল না।
বোলিংয়ের ফলো থ্রু সামলে ছুটে যান কামিন্স। বল যখন নামছে, তখন প্রায় সুপারম্যানের মতো উড়ে যান। বল মাটিতে পড়ার ঠিক আগে কামিন্সের হাত পৌঁছে যায়। গোটা ঘটনা এত দ্রুত ঘটে যায় যে, ধারাভাষ্যকাররাও অবাক হয়ে যান।
তবে, ক্যাচটি আদৌ হয়েছে, নাকি বল মাটিতে লেগেছে, তার জন্য টিভি আম্পায়ারের সাহায্য নেওয়া হয়। দেখা যায়, কামিন্স ক্যাচটা ঠিকভাবেই ধরেছেন।
যা দেখে, ক্রিকেটভক্তরা বলছেন, এটা এই দশকের সেরা ক্যাচ।’
আরেকজন লিখেছেন, একেই বলে অ্যাথলিট’। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ২৫৩ রানে। কামিন্স শিকার করেন দুই উইকেট। ব্র্যান্ডন কিং করেন ৭৫ রান। দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে করেছে ১২ রান।