Logo
Logo
×

খেলা

যে রেকর্ড ভুলে যেতে চান তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:১৭ পিএম

যে রেকর্ড ভুলে যেতে চান তারকা

এজবাস্টনে তৃতীয় দিনের শুরুতে জো রুট এবং বেন স্টোকসকে আউট করার পর মনে হয়েছিল অল্প রানের মধ্যে শেষ হয়ে যাবে ইংল্যান্ডের ইনিংস। কিন্তু অন্য পরিকল্পনা ছিল জেমি স্মিথ এবং হ্যারি ব্রুকের।

কাউন্টার অ্যাটাকে শতরান করে ইংল্যান্ডের দিকে মোমেন্টাম ঘুরিয়ে দেয়। দিনের দ্বিতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। পরপর দুই বলে ফেরান রুট এবং স্টোকসকে। 

জোড়া উইকেট হারানোর পর ম্যাচের লাগাম ভারতের হাতে ছিল। কিন্তু যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ইংল্যান্ডের দুই ব্যাটারের কাছে আত্মসমর্পণ করে ভারতীয় বোলাররা। 

কাউন্টার অ্যাটাকে দাপুটে ক্রিকেট ব্রুক এবং স্মিথের। এক ওভারে প্রসিদ্ধ কৃষ্ণকে তিনটে চার এবং একটা ছয় হাঁকান। শেষ বলেও চার। এক ওভারে ২৩ রান দেন ভারতীয় পেসার। 

প্রসিদ্ধের বিরুদ্ধে মারমুখী মেজাজে পাওয়া যায় স্মিথকেও। যার ফলে করে বসেন জঘন্য একটি রেকর্ড। যা ভুলে যেতে চাইবেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে জঘন্য ইকোনমি রেট প্রসিদ্ধের। 

লিডসে প্রথম ইনিংসে ১২৮ রান দেন ভারতীয় পেসার। নেন তিন উইকেট। ইকোনমি রেট ৬.৪০। দ্বিতীয় ইনিংসে ৯২ রান দিয়ে জোড়া উইকেট নেন। ইকোনমি রেট ৬.১৩। 

এজবাস্টনে তৃতীয় দিন সবচেয়ে জঘন্য পারফরম্যান্স প্রসিদ্ধের। ৫ ওভার বল করে ৫০ রান দেন। ইকোনমি রেট ১০। ২০০৬ ডিসেম্বরের পর এটা কোনও ভারতীয় বোলারের সবচেয়ে বেশি রানের স্পেল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম