Logo
Logo
×

খেলা

জিএম জিয়া স্মৃতি টুর্নামেন্ট

বাবার জন্য দাবা, ছেলের কথা রাখলেন মা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৯:২৫ এএম

বাবার জন্য দাবা, ছেলের কথা রাখলেন মা

সংগৃহীত ছবি

‘৫ জুলাই আমার জীবনের সবচেয়ে কালো দিন। ২০২৪ সালের ৫ জুলাই আর ২০২৫ এর ৫ জুলাই। কোথা দিয়ে যে সময়টা চলে গেল, বুঝতেই পারলাম না। এখনো মনে হয় জিয়া আমার পাশেই আছে। তাহসিনও ভাবে এই বুঝি বাবা তার ভুল চাল ধরিয়ে দেবে। আমরা ভাবতেই পারি না জিয়া নেই।’

শনিবার ছলছল চোখে কথাগুলো বলেন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সহধর্মিণী তাসমিন সুলতানা। জিয়ার স্মরণে এদিন ঢাকায় শুরু হয়েছে ‘জিএম জিয়া স্মৃতি দাবা-২০২৫’।

জাতীয় ক্রীড়া পরিষদের দাবাকক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান এবং আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ উপস্থিত ছিলেন। সাত দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশের ৬০ এবং নেপাল ও ভারতের তিনজন করে দাবাড়ু অংশ নিচ্ছেন।

গত বছর এই দিনে খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। তার মৃত্যুদিনে শুরুতেই মোহাম্মদপুরে জিয়ার বাসার পাশে এতিমখানায় খাবার দেন তাসমিন। জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম দিয়েছেন তিনি।

তাসমিন বলেন, ‘তাহসিন বলেছিল, বাবাকে মনে রাখতে হলে একটি টুর্নামেন্টের আয়োজন করতে হবে। আমি তার কথামতো শুরু করেছি। সবাই সহযোগিতা করছে। এজন্য তাদের ধন্যবাদ।’

সাধারণ সম্পাদক তৈয়বুর রহমানের কথা, ‘আমরা প্রায় একসঙ্গে খেলা শুরু করেছিলাম। জিয়ার সঙ্গে অনেকবার খেলেছি। ওর গ্র্যান্ডমাস্টার হওয়ার তিনটি নর্মের সময় আমি ছিলাম। তাই আমাকে জিয়া লাকি বলত।’ সহসভাপতি শোয়েব রিয়াজ বলেন, ‘জিয়ার স্মৃতিধন্য এই টুর্নামেন্ট আমরা প্রতিবছর করার চেষ্টা করব।’

সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ বলেন, ‘আমি জিয়ার বাবার সঙ্গে খেলেছি। তাকেও দেখেছি খেলতে। এমন মানুষকে হারাতে হবে ভাবতে পারিনি।’ 

রানী হামিদ বলেন, ‘জিয়ার বাবার সঙ্গে খেলেছি। তখন জিয়া অনেক ছোট। সে আসত। পরে তার সঙ্গেও খেলেছি। এখন তার ছেলের সঙ্গে খেলছি। আমার ইচ্ছে জিয়ার নাতি-নাতনিদের সঙ্গেও খেলার। আসলে জিয়া আমাদের পাশেই আছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম