
সংগৃহীত ছবি
ফলো করুন |
|
---|---|
শেষের পর্বে চলে এসেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। টিকে আছে চার দল। চার দেশের চার ক্লাব এখন শিরোপা জয়ের দৌড়ে। ৮ ও ৯ জুলাই ফাইনালে ওঠার লড়াই। ১৪ তারিখ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা ফয়সালার লড়াই।
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে গতকাল বায়ার্ন মিউনিখকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি। রিয়াল মাদ্রিদ বিদায় করেছে বরুশিয়া ডর্টমুন্ডকে। অপর দুই কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংল্যান্ডের ক্লাব চেলসি ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।
প্রথম সেমিতে ৮ তারিখ বাংলাদেশ সময় রাত আটটায় ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে চেলসি। একদিন পর হাইভোল্টেজ রিয়াল বনাম পিএসজি লড়াই। ফাইনাল ১৪ তারিখ।
এই চার দলের মধ্যে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হলো রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। চেলসি একবার ২০২১ সালে এই টুর্নামেন্ট জিতেছে। তবে পিএসজি ও ফ্লুমিনেন্স এখনও পর্যন্ত ক্লাব বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখেনি। এবার নতুন চ্যাম্পিয়নও পেয়ে যেতে পারে ফিফা ক্লাব বিশ্বকাপ।