Logo
Logo
×

খেলা

মেন্ডিসের ফিফটি, এগোচ্ছে শ্রীলংকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম

মেন্ডিসের ফিফটি, এগোচ্ছে শ্রীলংকা

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলংকা ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ৬ বলে ১ রানে ফেরেন নিশাঙ্কা।

দলীয় ৬৯ রানে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও। তিনি করেন ৪৭ বলে চার বাউন্ডারিতে ৩৫ রান। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন কামিন্দু মেন্ডিস (১৬)।

২১ ওভারে ১০০ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক চারিথ আসালাঙ্কার সঙ্গে দলের হাল ধরেন কুশাল মেন্ডিস। তিনি ক্যারিয়ারের ১৪৬তম ওয়ানডেতে ৩৫তম ফিফটি তুলে নিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ১৪২ রান। ৬৪ ও ২৩ রানে ব্যাট করছেন কুশাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের টার্গেট তাড়ায় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৭৭ রানে। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪৮ রান করে ১৬ রানের জয়ে সিরিজে কামব্যাক করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দল শ্রীলংকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম