|
ফলো করুন |
|
|---|---|
ঘরের মাঠেই ইনিংস পরাজয়ে শঙ্কিত জিম্বাবুয়ে ক্রিকেট দল। বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে উইয়ান মুল্ডারের ট্রিপল সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৬২৬ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
দলের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৩৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক উইয়ান মুল্ডার। তিনি ওয়েষ্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার ৪০০ রানের ইনিংসের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা হাত ছাড়া করেন। ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংসে ঘোষণা করেন মুল্ডার। অথচ তার সামনে সুযোগ ছিল লারাকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ার।
দক্ষিণ আফ্রিকার করা ৬২৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৩ ওভারে মাত্র ১৭০ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত থাকেন সাবেক অধিনায়ক সেন উইলিয়ামস। এছাড়া ২৫ রান করেন ওয়েসলি মাধেভেরে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪৫৬ রানে পিছিয়ে থাকায় ফলোঅনে পড়তে হয় জিম্বাবুয়েকে। ফলোঅন এড়াতে নেমেও সুবিধাজনক পজিশনে নেই জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ে শঙ্কিত জিম্বাবুয়ে।
এরিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ১৮০ রান। ৪৮ ও ১ রানে ব্যাট করছেন অধিনায়ক ক্রেগ আরভিন এবং ওয়েসলি মাধেভেরে।
