Logo
Logo
×

খেলা

জানতেনই না হাফসা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জানতেনই না হাফসা

জার্মানিতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন (ফিসু) সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে (১৬-২৭ জুলাই) বাংলাদেশ থেকে অংশ নেওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থীর। টেবিল টেনিসে অংশ নেবেন জাতীয় চ্যাম্পিয়ন মুহতাসিন আহমেদ হৃদয়, নাজমুল হোসেন, সাদিয়া রহমান মৌ, সামান্তা হোসেন তুশি। অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ান, নুসরাত জাহান রুনা, সার্জিল হাসান খান জিদান ও খালিদ মুহিবুল্লাহ। জুডোতে শামসুদ্দোহা সৌরভ। তালিকায় নাম নেই আন্তঃবিশ্ববিদ্যালয় গেমসে দেশসেরা হাইজাম্পার উম্মে হাফসা রুমকির। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্রী রুমকি জানতেনই না যে, আবেদনের তারিখ চলে গেছে। তার কথা, ‘আমি অনেক পরে জেনেছি এই গেমসের খবর। ততদিনে আবেদনের ডেডলাইন চলে গেছে। আমাকে কোনো খবরও কেউ দেয়নি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম