Logo
Logo
×

খেলা

সাইফউদ্দিনকে দলে নেওয়ার কারণ জানালেন লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:৩৬ এএম

সাইফউদ্দিনকে দলে নেওয়ার কারণ জানালেন লিটন

ফাইল ছবি

বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এর মধ্যে তানজিম হাসান সাকিব ব্যাটে-বলে পারফর্ম করে সেই ঘাটতি কিছুটা পূরণ করছেন। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হওয়া এই পেসার শেষের দিকে নেমে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতেও উইকেট নিচ্ছেন। শ্রীলংকার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।

এবার টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে একই ধরনের ভূমিকার জন্য দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই পেস বোলিং অলরাউন্ডারের কাছ থেকেও ব্যাটে-বলে অবদান রাখার প্রত্যাশা করছে দল। সিরিজ শুরুর আগে বিষয়টি স্পষ্ট করেছেন অধিনায়ক লিটন দাস।

লিটন বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করছিল। যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিবেকে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে তৈরি করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে।’


তিনি আরও বলেন, ‘তাই আমার মনে হয় সাইফউদ্দিনও ঐ টাইপের প্লেয়ার। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং বোলিং দুটোই লাগে। তাই আমার মনে হয় আমরা নির্বাচকদের প্যানেল থেকে বা আমরা দল থেকে চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেয়ার এবং দেখি যে সে কি করতে পারে।’

এদিকে নিজের ফর্ম নিয়ে সমালোচনার মধ্যে থাকা লিটন ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর বাকি দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন। এ নিয়ে তিনি খোলাখুলি বলেছেন, ‘এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো করতে পারিনি বলে বেঞ্চে বসে ছিলাম। ওই সময়টায় যতটুকু সম্ভব টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। চেষ্টা করব মাঠে কাজে লাগানোর জন্য।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম