Logo
Logo
×

খেলা

জেল-জরিমানায় দণ্ডিত হলেন অ্যানচেলত্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:৪৬ পিএম

জেল-জরিমানায় দণ্ডিত হলেন অ্যানচেলত্তি

কার্লো অ্যানচেলত্তি। ছবি: সংগৃহীত

বহুল আলোচিত কর ফাঁকির মামলায় জনপ্রিয় ফুটবল কোচ কার্লো অ্যানচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালতএকইসঙ্গে, প্রায় চার লাখ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে

মে মাসে ব্রাজিল ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছেন অ্যানচেলত্তিএর আগে ২০১৩ থেকে ২০১৫ ও ২০২১ থেকে ২০২৫ এই দুই দফায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন ৬৬ বছর বয়সি এই কোচ

স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্বঅন্যান্য উৎস থেকে অর্থ আয় করেও ১০ লাখ ইউরোর বেশি কর বিভাগকে পরিশোধ করেননি ইতালিয়ান এই কোচ

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (৯ জুলাই) স্পেনের আদালত অ্যানচেলত্তিকে ২০১৪ সালের অভিযোগে দোষী সাব্যস্ত করে ১২ মাসের কারাদণ্ড এবংলাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করেনতবে ২০১৫ সালের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে তাকে

স্পেনের আইন অনুযায়ী, কার্লো অ্যানচেলত্তিকে কারাভোগ করতে না হলেও জরিমানা গুনতে হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম