ফিফটির পথে সাকিব আল হাসান/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গ্লোবাল সুপার লিগে আজই দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক হয়েছে সাকিবের। তাতেই ফিফটি করে বসলেন তিনি। শুরুটা ভালো হয়নি, দু’বার জীবন পেয়েছেন পুরো ইনিংসে। তবে শেষ দিকে ছন্দে ফিরে দারুণভাবে তুলে নিয়েছেন ফিফটি। তাতে দুবাই ক্যাপিটালসের পুঁজি গিয়ে দাঁড়িয়েছে ১৬৫ রানে।
দুবাইকে সেদিকউল্লাহ আতাল দারুণ শুরু এনে দিয়েছিলেন। দলটা ৮ ওভারে তুলে ফেলেছিল ৫৮ রান। তবে তার ভেতর ৩ উইকেট খুইয়ে ফেললে মাঠে আসেন সাকিব।
পাঁচে নেমে সাকিব ওপাশে ধস নামতে দেখেন দুবাইয়ের ইনিংসে। ৩ বলের ভেতর ফিরতে দেখেন ৪১ করা সেদিকউল্লাহ, আর জর্ডান জনসনকে।
সাকিব নিজেও ভুল করেছিলেন একটা। ধীরগতির শুরুর পর ব্লেয়ার টিকনারকে কাট করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন এজাজ পাটেলের হাতে। তবে শেষমেশ লোপ্পা ক্যাচটা ছেড়ে দেন কিউই স্পিনার। সাকিব তখন দাঁড়িয়ে ১৮ রানে।
এরপর ধীরে ধীরে খোলস থেকে বের হতে শুরু করেন তিনি। ওপাশে সঙ্গীদের আসা যাওয়া দেখেছেন। শেষ দিকে আবারও একটা সুযোগ দিয়েছিলেন। এজাজ পাটেলের হাতে তুলে দেওয়া ক্যাচটার মতো সহজ ছিল না সুযোগটা। ফিল্ডার অনেকটা দৌড়ে এসেও স্রেফ আঙুলই ছোঁয়াতে পেরেছেন সেবার।
এরপর সাকিব ফিফটি তুলে নেন ৩৪ বলে। ফিফটি ছুঁয়ে আরও একটা চার মেরেছেন তিনি। ইনিংস শেষ করেছেন ৩৭ বলে ৫৮ রান করে। তার ইনিংসই ছিল দুবাই ক্যাপিটালসের সর্বোচ্চ। তাতে ভর করেই দুবাই তাদের ইনিংস শেষ করে ৭ উইকেট খুইয়ে ১৬৫ রান করে।
