Logo
Logo
×

খেলা

১০০তে প্রথম কাউড্রে, মুশফিক যোগ দেবেন কবে?

Icon

পারভেজ আলম চৌধুরী

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:২৬ এএম

১০০তে প্রথম কাউড্রে, মুশফিক যোগ দেবেন কবে?

১০০ টেস্ট ক্লাবের গোড়াপত্তন হয়েছিল কাউড্রের হাত ধরে, সে ক্লাবে যোগ দেওয়ার পথে আছেন মুশফিকও/ফাইল ছবি

গুগল জানাচ্ছে, এই জুলাই পর্যন্ত ৮২ জন ক্রিকেটার ১০০ টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। তাদের মধ্যে ১৭ জন ইংল্যান্ডের, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ। উইকিপিডিয়ার তথ্যমতে, শততম টেস্ট খেলা প্রথম ক্রিকেটার ইংল্যান্ডের কলিন কাউড্রে (১৯৬৮)। আর ৮২তম ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাফেট (২০২৫)। দুজনই এই কৃতিত্ব অর্জন করেন জুলাইয়ে।

৫৭ বছর আগে এজবাস্টনে রূপকথার গল্প লিখেছিলেন ৬৯২ প্রথম শ্রেণির ম্যাচ খেলা ডান-হাতি ব্যাটার কাউড্রে। ১৯৬৮র ১১ জুলাই প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট ম্যাচ খেলতে নামেন তিনি ইংল্যান্ড অধিনায়ক হিসাবে। সেই মাহেন্দ্রক্ষণ চিরস্মরণীয় করে রাখেন কাউড্রে নিজের ২১তম টেস্ট শতক হাঁকিয়ে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথমদিন শেষে ৯৫ রানে অপরাজিত কাউড্রে সেঞ্চুরি পূর্ণ করেন দ্বিতীয়দিন সকালে। ৯৫ থেকে ১০০তে পৌঁছতে সময় নেন ৩০ মিনিট।

ভারতের উটিতে জন্ম ২৪ ডিসেম্বর, ১৯৩২ সালে। মারা যান ২০০০ সালের ৪ ডিসেম্বর, ৬৭ বছর বয়সে। পুরো নাম মাইকেল কলিন কাউড্রে। দুই দশকেরও বেশি সময় নিজের টেস্ট ক্যারিয়ারের স্বপ্নযাত্রায় ২২টি সেঞ্চুরি ও ৩৮টি ফিফটির মলাটের ভেতর লুকিয়ে রাখেন ৭,৬২৪ রান। ১১৪ টেস্টের মধ্যে ২৭ ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া কাউড্রের শুরুটা হয়েছিল টিনএজ ফেনোমেনন ক্রীড়া মুখপাত্র হিসাবে। অর্ধশতাব্দীজুড়ে খেলাটির হৃদয় হয়ে ছিলেন তিনি।

আগেই বলা হয়েছে, এ পর্যন্ত শততম টেস্ট খেলার গৌরব অর্জন করা ৮২ ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ১৭ জন ইংল্যান্ডের। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া (১৫) এবং ভারত (১৪)। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ১০ জন, দক্ষিণ আফ্রিকার আটজন এবং শ্রীলংকার সাতজন ১০০ টেস্ট খেলেছেন। নিউজিল্যান্ডের ছয়জন এবং পাকিস্তানের পাঁচজনের এই গরিমা রয়েছে।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলার দোরগোড়ায় মুশফিকুর রহিম। আর মাত্র দুটি টেস্ট খেললেই ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, সুনীল গাভাস্কার, জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারাদের তালিকাভুক্ত হবেন মুশফিক। ক্রিকেটের আদি ফরম্যাটে এ পর্যন্ত ৯৮ ম্যাচ খেলেছেন তিনি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম