Logo
Logo
×

খেলা

২ ওভারে দুই হ্যাটট্রিক, ইংলিশ ক্রিকেটারের বিরল নজির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৪৪ এএম

২ ওভারে দুই হ্যাটট্রিক, ইংলিশ ক্রিকেটারের বিরল নজির

ক্রিকেট ইতিহাসে নতুন কীর্তি গড়লেন কিশোর কুমার সাধক। এই ইংলিশ ক্রিকেটার প্রথম বোলার হিসাবে এক ম্যাচে, একই ইনিংসে জোড়া হ্যাটট্রিক করেছেন। 

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ষষ্ঠ বিভাগের ম্যাচে ২১ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। এর আগে, এক ম্যাচে ডাবল হ্যাটট্রিকের একাধিক নজির থাকলেও সেসব ছিল দুই ইনিংস মিলে। 

ইংল্যান্ডের ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে। মুখোমুখি হয় ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ও কেশগ্রেভ। 

এই ম্যাচে অনন্য গৌরবের অধিকারী হন ইপসউইচের ৩৭ বছর বয়সি স্পিনার কিশোর কুমার। এক ম্যাচের এক ইনিংসে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে করেছেন জোড়া হ্যাটট্রিক। তা-ও আবার পরপর দুই ওভারে। 

২১ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন কিশোর। ছয় উইকেটের মধ্যে পাঁচ ব্যাটারকে বোল্ড করেন তিনি। আর একটি উইকেট নেন ক্যাচ আউট করে। 

কিশোরের এই কীর্তিতে সাত উইকেটের বড় জয় পেয়েছে তার দল। যে দলে তার সতীর্থ একাধিক বাংলাদেশ বংশোদ্ভূত ক্রিকেটার। ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে উচ্ছ্বসিত কিশোর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম