লিটন- শামীমের ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং স্কোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে লিটন কুমার দাস ও শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে বাংলাদেশ।
দলের হয়ে ৫০ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে ফেরেন লিটন দাস। ইনিংসের শেষ দিকে ব্যাচ করতে নেমে মাত্র ২৭ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৮ রান করে রান আউট হয়ে ফেরেন শামীম পাটোয়ারী।
রোববার ডাম্বুলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২ ওভারে ৭ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
সেই অবস্থা থেকে ৫৫ বলে ৬৯ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস।
এরপর মাত্র ২ রানের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ২৫ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ৩১ রান করে ফেরেন তাওহিদ হৃদয়। এরপর মাঠে নেমেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন মেহেদি হাসান মিরাজ।
পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীকে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন লিটন দাস। এই জুটিতেই ক্যারিয়ারের ১০৩তম ম্যাচে ১২তম ফিফটি হাঁকান লিটন দাস। এদিন তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন। এর আগে ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের ইনিংস খেলেন লিটন।
