Logo
Logo
×

খেলা

ভারতের চাই ১৩৫ রান, ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:১৫ এএম

ভারতের চাই ১৩৫ রান, ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট

লর্ডস টেস্টের শেষ দিনটা দারুণ রোমাঞ্চের আভাসই দিচ্ছে। প্রথম ইনিংসে একটি রানও দুই দলকে আলাদা করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হলো ১৯২ রানে, ‘মামুলি’ লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫৮ রানে ৪ উইকেট খুইয়ে বসেছে ভারতও। শেষ দিনে সফরকারীদের চাই ১৩৫ রান। কাজটা যে ইংল্যান্ড সহজ হতে দেবে না, তা চতুর্থ দিনের শেষে দলটার ৪ উইকেট চলে যাওয়া থেকেই বোঝা যায়।

প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৮৭ রান। জবাবে ভারত একটা বড় সময় পর্যন্ত লিডের আশা দেখিয়েও শেষদিকে ধসে যায়, থামে ঠিক ৩৮৭ রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে দুই রান নিয়ে শনিবার তৃতীয় দিনটা শেষ করে ইংলিশরা।

চতুর্থদিনের শুরু থেকেই স্বাগতিকরা ছিল কোণঠাসা। নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে দলটা। ৮৭ রানে ৪ উইকেট চলে যায় তাদের। এরপর জো রুট আর বেন স্টোকসের জুটিতে ১৫০ ছাড়ায় ইংল্যান্ড। 

রুট বিদায় নিতেই ধসে পড়ে ইংলিশরা। তাকে তো বটেই, এরপর জেইমি স্মিথ, স্টোকসকেও ফিরিয়ে স্বাগতিকদের বড় লিডের পথ বন্ধ করে দেন ওয়াশিংটন সুন্দর। ৪ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তিনি। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন রুট। এছাড়া অধিনায়ক স্টোকসের ব্যাট থেকে আসে ৩৩ রান। ইংল্যান্ডও থেমে যায় ১৯২ রানে।

জবাবে ভারতও সুবিধা করতে পারেনি চতুর্থ দিনের শেষে। দ্বিতীয় ওভারে জফরা আর্চার আঘাত হানেন, বিদায় করেন যশস্বী জয়সওয়ালকে। এরপর করুণ নায়ার আর শুবমান গিলকে সাজঘরের রাস্তা দেখান ব্রেডন কার্স। দিনের শেষ বলে স্টোকস বিদায় করেন নাইটওয়াচম্যান আকাশ দীপকে। ফলে ৫৮ রানে ৪ উইকেট খুইয়ে দিন শেষ করে ভারত। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম