জন্মদিনে অদ্ভুত কাণ্ড করে আইনি ঝামেলার শঙ্কায় ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০২:০১ পিএম
লামিন ইয়ামাল/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ১৮ বছর পূর্ণ করে নিজ শহরে পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন। তবে এই আয়োজনে বিনোদনের জন্য এমনই এক কাণ্ড করেছেন তিনি, যার কারণে তার বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
গুঞ্জন আছে, জন্মদিন উদযাপন করতে ইয়ামাল ভাড়া করে এনেছিলেন স্থানীয় বামনদের। স্পেনের অ্যাকন্ড্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াস উইথ ডোয়ার্ফিজম (এডিইই) নামের সংগঠন এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে। তারা বলছে, ইয়ামালের মতো তারকা যখন এমন কিছু করেন, তখন সেটি সমাজে ভুল বার্তা দেয় এবং তা বিশেষ করে তরুণদের মনে বৈষম্যের ধারণা তৈরি করে।
এডিইই সভাপতি ক্যারোলিনা পুয়েন্তে বলেন, ‘একবিংশ শতাব্দীতেও বামনদের ব্যক্তিগত পার্টিতে বিনোদনের অংশ হিসেবে ব্যবহার করা মেনে নেওয়া যায় না। এটা আরও গুরুতর যখন এমন কাজ কোনো তারকা ব্যক্তিত্ব করেন। আমাদের সম্মান ও অধিকার কাউকে বিনোদন দেওয়ার জন্য নয়, যেকোনো পরিস্থিতিতেই না।’
তিনি আরও বলেন, ‘যখন কোনো প্রভাবশালী ব্যক্তি এমন কিছু করেন, তখন এর প্রভাব হয় ভয়াবহ। সমাজে এটা একটি বার্তা দেয় যে বৈষম্য গ্রহণযোগ্য। আমাদের শারীরিক পার্থক্যকে পণ্যে রূপান্তর করা বন্ধ করতে হবে। আমাদের শিশুদের সম্মান ও সমতার গুরুত্ব শিক্ষা দিতে হবে।’
স্পেনের প্রতিবন্ধী অধিকার বিষয়ক সাধারণ আইন অনুযায়ী, কারো শারীরিক বৈশিষ্ট্য নিয়ে হাস্যরস বা তুচ্ছতাচ্ছিল্য করার উদ্দেশ্যে কাউকে শো বা বিনোদনে ব্যবহার করা আইনত দণ্ডনীয়। তাই ইয়ামালের জন্মদিনে এমন আয়োজন আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
এডিইই বলেছে, তারা এই ঘটনায় আইনি ও সামাজিক উভয় প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে প্রস্তুত। সংগঠনটি বামন অবস্থা বা কঙ্কালজনিত ব্যাধিতে আক্রান্ত যেকোনো ব্যক্তিকে তাদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে, যেন তারা সাহায্য, দিকনির্দেশনা ও সুযোগ তৈরি করতে পারে।
এদিকে, জন্মদিনের বিতর্কের মাঝেই ইয়ামাল বার্সেলোনার প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন। গুঞ্জন চলছে, আগামী মৌসুমে তিনি বার্সার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পরবেন, যেটি একসময় মেসি, রোনালদিনহো ও ম্যারাডোনার গায়ে ছিল।

-6836937eecdca.jpg)
-68301abeacddb.jpg)
