Logo
Logo
×

খেলা

শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা শুরু কাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:০২ পিএম

শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা শুরু কাল

ফাইল ছবি

শহীদ আবু সাঈদের স্মরণে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বুধবার (১৬ জুলাই) শুরু হতে যাচ্ছে শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা। আগামীকাল সকাল ১১ টা থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে এই টুর্নামেন্ট। 

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ র‌্যাপিড রেটিং দাবা ইভেন্টের বিজয়ীদের নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।

অংশগ্রণকারী সকল খেলোয়াড়কে আগামীকাল সকাল সাড়ে ১০ টার মধ্যে খেলার কক্ষে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গেল বছরের ১৬ জুলাই নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। সেই ক্ষোভের আগুনেই শেষ পর্যন্ত পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম