|
ফলো করুন |
|
|---|---|
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্স দারুণ খেলছে। তবে সৌম্য সরকার একেবারে ম্লান। ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ তিনি। এবার তিনি নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে, যেখানে তার সঙ্গী সাকিব আল হাসান।
লিগ পর্ব শেষের আগেই রংপুর রাইডার্স ফাইনালে উঠে গেছে। ফলে বাকি এক ম্যাচ তাদের জন্য হয়ে গিয়েছিল কেবল আনুষ্ঠানিকতার। গত রাতে প্রভিডেন্স স্টেডিয়ামে সেই নিয়মরক্ষার ম্যাচে রংপুর মুখোমুখি হয় সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের।
টস জিতে ব্যাট করতে নামা রংপুর ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায়। আউট হন সৌম্য সরকার। সেন্ট্রালের স্পিনার অ্যাঙ্গাস শয়ের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন লং অনে দাঁড়িয়ে থাকা ম্যাথিউ ফোর্ডের হাতে। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হওয়ায় সেটি ‘গোল্ডেন ডাক’।
এই আউটের মাধ্যমে রেকর্ডটা গড়ে ফেলেন সৌম্য সরকার। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার তালিকায় শীর্ষে উঠে গেছেন। তার সঙ্গে যৌথভাবে আছেন সাকিব আল হাসান, দুজনেই ৩২ বার করে ‘ডাক’ মেরেছেন।
সাকিব আর সৌম্য বাদেও এই তালিকায় আছে ইমরুল কায়েস, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো নাম। স্বীকৃত টি-টোয়েন্টিতে ইমরুল ২২, তামিম ২০ ও মুশফিক ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন। তবে তাদের কারো পক্ষেই যে সাকিব-সৌম্যর এই রেকর্ড ভাঙা সম্ভব নয়, তা বলাই বাহুল্য।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশীদের সর্বোচ্চ ‘ডাক’
সাকিব আল হাসান – ৩২
সৌম্য সরকার – ৩২
ইমরুল কায়েস – ২২
তামিম ইকবাল – ২০
মুশফিকুর রহিম – ১৯
