Logo
Logo
×

খেলা

ফের অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়লেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম

ফের অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়লেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

মায়ামি ব্লেজের হয়ে আগের ম্যাচেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ম্যাক্স সিক্সটি টি-টেনে আজও তার অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেয়েছে দলটি। গ্র্যান্ড কেম্যান ফ্যালকন্সকে ১৩ রানে হারিয়েছে সাকিবের দল মায়ামি।

জিমি পাওয়েল ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে সাকিবের মায়ামি।

জবাবে খেলতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি ফ্যালকন্সরা।

দলের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করা সাকিব আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দারুণ ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে আউট হয়েছেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রোনালদো আলী মোহামেদের হাতে ক্যাচ দেন তিনি।

সাকিবের এমন ইনিংসে ভর করে ভালো শুরু পায় তার দল। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করেছেন তিনি। তাতে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে সাকিবের দল।

জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফ্যালকন্সরা। তাতে একশ রানও করতে পারেনি তারা। মায়ামির হয়ে ১৮ রানে ৩ উইকেট শিকার করে দলের সেরা বোলার শিহান জয়াসুরিয়া। সাকিব ২ ওভারে ১৯ রান খরচায় ঝুলিতে পুরেছেন এক উইকেট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম