Logo
Logo
×

খেলা

জাতীয় ব্যাডমিন্টন

সোয়াদের হ্যাটট্রিক, প্রথমবার নাছিমার বাজিমাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম

সোয়াদের হ্যাটট্রিক, প্রথমবার নাছিমার বাজিমাত

ছবি: বাসস

উৎসবমুখর পরিবেশে পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত হলো ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এতে পুরুষ এককে নিজের রাজত্ব ধরে রেখেছেন খন্দকার আবদুস সোয়াদ। আর নারী এককে প্রথমবারের মতো শিরোপা জিতলেন নাছিমা খাতুন।

বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন আল আমিন জুমার। ২০২২ সালের ফাইনালেও জুমারকে হারিয়েছিলেন সোয়াদ। সেই জুমারকেই ২১-১৪ ও ২১-৪ পয়েন্টে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন এই শাটলার।

নারী এককের ফাইনালে সোয়াদের মতোই হ্যাটট্রিকের হাতছানি ছিল ঊর্মি আক্তারের সামনে। প্রতিযোগিতা শুরুর আগে তিনি আত্মবিশ্বাস নিয়েই বলেছিলেন, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার কথা। তবে তার সেই স্বপ্ন আটকে গেল নাছিমা খাতুনের সামনে।

২০২৩ সালে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে নারী এককের ফাইনালে ঊর্মির কাছে সরাসরি সেটে হেরেছিলেন নাছিমা। এবার সেই হারের শোধ নিলেন। প্রথম গেম ১২-২১ ব্যবধানে হেরে গিয়ে পাবনার বাংলাবাজারের মেয়ে নাছিমা ঘুরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় গেম ২১-১৭, তৃতীয়টিও ২১-১৭ ব্যবধানে জিতেছেন তিনি।

শাটলার নাছিমা একক ছাড়ও দ্বৈত ও মিক্সড দ্বৈতেও শিরোপা জিতে ত্রিমুকুট জয় করেছেন। নারী দ্বৈতে বৃষ্টি-নাছিমা জুটি ২১-১৫, ১৮-২১, ২১-১৯ পয়েন্টে একই দলের উর্মি আক্তার-রেশমা আক্তার জুটিতে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জণ করেন। 

মিক্সড দ্বৈতে এসএসএম সিফাতুল্লাহ-নাছিমা জুটি ফাইনালে একই দলের জুমার-উর্মি জুটিকে ২১-১৬, ২৩-২১ পয়েন্টে পরাজিত করে শিরোপা জয় করেছেন। 

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এবারের আসরে রেকর্ড ৯ লাখ টাকার প্রাইজমানি দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ এককের চ্যাম্পিয়ন দেড় লাখ, রানার্স-আপ ১ লাখ, নারী এককের চ্যাম্পিয়ন এক লাখ, রানার্স-আপ ৫০ হাজার, পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখর ২০ হাজার, রানার্স-আপ ৮০ হাজার, নারী দ্বৈতে চ্যাম্পিয়ন জুটি ১ লাখ, রানার্স-আপ ৫০ হাজার, মিক্সড দ্বৈতে চ্যাম্পিয়ন জুটি ১ লাখ ও রানার্স-আপ জুটি পেয়েছে ৫০ হাজার টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম