Logo
Logo
×

খেলা

ব্যাডমিন্টন সভাপতির পদত্যাগ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:১০ এএম

ব্যাডমিন্টন সভাপতির পদত্যাগ

ফাইল ছবি

নতুন অ্যাডহক কমিটি গঠনের পর দেশের দুই ক্রীড়া ফেডারেশনে পদত্যাগের ঘটনা ঘটেছে। কমিটি গঠনের দেড় মাসের মধ্যে পদত্যাগ করেছেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন আলমগীর।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সহসভাপতি তরিকুল ইসলাম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। 

এ বিষয়ে শনিবার ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির বলেন, ‘সভাপতি পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।’ 

অন্যদিকে গত ১৬ জুলাই রাইফেল ইভেন্টের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেন শারমিন আক্তার (রত্না)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম